ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শত শত সাইট বন্ধ

প্রকাশিত: ০৬:৪৫, ২০ ডিসেম্বর ২০১৮

শত শত সাইট বন্ধ

ফেসবুক মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে গোপনে যুক্ত রয়েছে এমন পেজ ও এ্যাকাউন্টগুলো বন্ধ করেছে। ঘৃণার বক্তব্য ও ভুল তথ্য সরবরাহের জন্য এগুলো বন্ধ করা হয়। মিয়ানমারে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সাইট। যাতে গুজব ছড়িয়ে রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করে। প্রায় ৪২৫টি পেজ, ১৮ গ্রুপ, ১১৩ এ্যাকাউন্ট ও ১৫ ইনস্টাগ্রাম এ্যাকাউন্ট বন্ধ করা হয়। -এএফপি টিকা পাঠাতে ড্রোন ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকার শিশু ও নারীদের জন্য টিকা পাঠিয়েছে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু। ছোট এ দেশটির এক শিশুই বাণিজ্যিক ড্রোনে সরবরাহ করা টিকার প্রথম ভোক্তা হয়েছে। বন্ধুর পর্বতের বাধা ডিঙিয়ে ভানুয়াতুর ওই দুর্গম অঞ্চলে টিকা পৌঁছাতে যেখানে কয়েক ঘণ্টা সময় লাগত, ইউনিসেফের উদ্যোগে ড্রোন ব্যবহার করে মাত্র ২৫ মিনিটেই ওই দূরত্ব পাড়ি দেয়া সম্ভব হয়। সরবরাহ কষ্টসাধ্য হওয়ায় এতদিন দেশটির প্রায় ২০ শতাংশ শিশু খুবই প্রয়োজনীয় টিকা নেয়া থেকে বঞ্চিত হতো। -বিবিসি
×