ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মানবাধিকার পুরস্কারে ভূষিত আসমা জাহাঙ্গীর

প্রকাশিত: ০৬:৪৪, ২০ ডিসেম্বর ২০১৮

মানবাধিকার পুরস্কারে ভূষিত আসমা জাহাঙ্গীর

জাতিসংঘ পাকিস্তানের প্রখ্যাত মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীরকে মরণোত্তর মানবাধিকার পুরস্কারে ভূষিত করেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। পাকিস্তানের ক্ষমতাধর সামরিক প্রতিষ্ঠানের স্পষ্টভাষী সমালোচক আসমা ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে ও নির্যাতিত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি ফেব্রুয়ারিতে ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাকে ২০১৮ জাতিসংঘ মানবাধিকার পুরস্কারে ভূষিত করা হলো। ১৯৬৮ সাল থেকে প্রতি পাঁচ বছর পর এ পুরস্কার প্রদান করা হয়। আসমার মেয়ে মুনিজাই মায়ের পক্ষ থেকে মঙ্গলবার জাতিসংঘে এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দা ইমপিমোসার কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। ক্রিমিয়ায় যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া ইউক্রেনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ক্রিমিয়া উপত্যকায় কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করেছে রাশিয়া। খবর ওয়েবসাইট। রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, ক্রিমিয়ার পুনর্নিমিত বেলবেক বিমান ঘাঁটিতে অন্তত ১০টি এসইউ-২৭ ও এসইউ-৩০ জঙ্গীবিমান মোতায়েন করা হয়েছে। এসব যুদ্ধবিমান ‘স্থায়ীভাবে’ মোতায়েন করা হয়েছে বলে আভাস দিয়েছে বার্তা সংস্থাটি।
×