ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তহবিল তসরুফের অভিযোগ, ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ

প্রকাশিত: ০৬:৪৪, ২০ ডিসেম্বর ২০১৮

তহবিল তসরুফের অভিযোগ, ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ

তহবিল তসরুফসহ গুরুতর অনিয়মের অভিযোগের মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতব্য প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। নিউইয়র্কের এ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড মঙ্গলবার ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের ওই সিদ্ধান্তের কথা জানান। ফাউন্ডেশনের হাতে এখন যে অর্থ আছে তা এ্যাটর্নি জেনারেলের তত্ত্বাবধানেই অন্য দাতব্য সংস্থাকে দিয়ে দেয়া হবে। ট্রাম্প ও তার তিন সন্তান ব্যক্তিগত এবং রাজনৈতিক লাভের উদ্দেশ্যে ওই ফাউন্ডেশনের অর্থ বেআইনীভাবে ব্যবহার করেছিলেন অভিযোগ করে গত জুনে তাদের বিরুদ্ধে মামলা করে নিউইয়র্কের এ্যাটর্নি জেনারেলের দফতর। অন্যদিকে ট্রাম্প ফাউন্ডেশনের আইনজীবী বলে আসছিলেন, এ্যাটর্নি জেনারেলের অফিস ‘উদ্দেশ্যমূলকভাবে’ বিষয়টিকে রাজনৈতিক চেহারা দিতে চাইছেন। আন্ডারউড মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ফাউন্ডেশন বন্ধ হয়ে গেলেও ডোনাল্ড ট্রাম্প, তার মেয়ে ইভাঙ্কা, ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিকের বিরুদ্ধে মামলা চলবে। তিনি বলেন, যে পরিমাণ অনিয়ম ও অবৈধ কাজ ওই ফাউন্ডেশনের নামে হয়েছে তা অবাক করার মতো। ট্রাম্পের নির্বাচনী প্রচারে অবৈধভাবে ফাউন্ডেশনকে জড়ানো হয়েছে। অবৈধভাবে নিজেদের মধ্যে অর্থের হাতবদল হয়েছে বার বার। সবকিছু দেখলে মনে হয়, ওই ফাউন্ডেশন আসলে ট্রাম্পের রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থের একটি চেকবই ছাড়া আর কিছু ছিল না।
×