ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বিজয়ের মাস : প্রজন্মের ভাবনা

প্রকাশিত: ০৬:৪১, ২০ ডিসেম্বর ২০১৮

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ বিজয়ের মাস : প্রজন্মের ভাবনা

বিজয় দিবস বাংলার মানুষের কাছে গর্বের, আনন্দের আর অহঙ্কারের। তাই বিজয়ের মাসও বাংলার মানুষের কাছে গর্বের। বর্তমন প্রজন্মের তরুণরাও এই দিবসটির জন্য গর্বিত। বর্তমান প্রজন্ম আজ দেখছে আমাদের এই সাজানো সোনার বাংলাকে অনেক সুন্দরভাবে। কিন্তু এই সোনার বাংলা গড়ার কারিগর কারা ছিলেন তা অনেকেই জানে না। কিন্তু এই না জানাটা আমাদের জন্য বড় দায়। দেশের জন্য যারা নিজের জীবন দিয়েছেন তাদের যারা ভুলে যেতে পারে তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না। তাই দেশকে ভালবাসতে হলে অবশ্যই স্বাধীন বাংলাদেশের জন্য যাদের অবদান রয়েছে সকলকেই স্মরণ করতে হবে এবং ভালবাসতে হবে। আর এই স্বাধীন দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা। তবে দেশের মানুষের কাছে এবার বিজয়ের মাস কাটবে অন্যরকম এক আমেজে। আর সেই আমেজ হলো নির্বাচনের আমেজ। বিজয়ের মাসে নির্বাচন এটা দারুণ একটি বিষয়। তাই বলতে চাই- সেই মানুষগুলোর প্রতি শ্রদ্ধা রেখে এবারের নির্বাচন হতে হবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে যেই সরকার আসুক না কেন দেশের উন্নয়নের জোয়ার ধরে রাখতে হবে। বর্তমানে আমাদের দেশ উন্নয়নের মধ্যেই রয়েছে। এখন প্রতিটি স্কুল, মাদ্রাসায় পহেলা জানুয়ারি বই পৌঁছে দেয়া হচ্ছে। গরিব শিক্ষার্থীদের দেয়া হচ্ছে উপবৃত্তি। এ রকম উন্নয়ন শুধু শিক্ষা খাত নয় দেশের প্রতিটা খাতেই এখন লক্ষণীয়। আজ আমাদের দেশে নির্মাণ হচ্ছে পারমাণবিক বিদ্যুতকেন্দ্র। এভাবে দেশের নানা স্থানে হাজারো উন্নয়নের দৃশ্য দেশের মানুষ দেখেছে। এই উন্নয়ন যেন থমকে না যায়। নির্বাচনে যেন কোন ধরনের অসঙ্গতি আর অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাই প্রজন্মের চাওয়া। বিজয়ের মাসে নির্বাচনে যে দল বিজয়ী হবে তাদের নিকট বর্তমান প্রজন্মের প্রত্যাশা অনেক। আজ আমাদের দেশে শিক্ষিত বেকারের অভাব নেই। এর কারণ আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ নেই পর্যাপ্ত। যার কারণে আজ আমাদের দেশে পড়ালেখা করেও হাজারো শিক্ষার্থীর শিক্ষা শেষে কোন কর্মসংস্থানের সুযোগ মেলে না। তারা কর্মসংস্থানে সুযোগ না পেয়ে চলে যায় ধ্বংসের পথে। অনেক সময় তারাই দেশের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সরকার এ প্রজন্মের চাওয়াকে গুরুত্ব দেবেন এটাই প্রজন্মের প্রত্যাশা। বিজয়ের এ মাসে আমাদের সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমাদের দেশকে এখন মুক্ত করতে হবে এসব হায়না থেকে। উচ্ছেদ করতে হবে এ সকল দেশ বিরোধী শত্রুদের। তবেই দেশ এবং দেশের মানুষের শান্তি মিলবে। সর্বোপরি বিজয়ের মাসে এ প্রজন্মের চাওয়া থাকবে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন। এটাই হবে দেশের মানুষের মাঝে নতুন এক বিজয়। বিজয়ের মাসে এর চাইতে বড় উপহার আর কিছুই হতে পারে না। সেই উপহারের অপেক্ষায় আছে দেশের মানুষ এবং এ প্রজন্ম। খুলশী, চট্টগ্রাম থেকে
×