ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বর্ণে মোড়ানো বাইক

প্রকাশিত: ০৬:১৬, ২০ ডিসেম্বর ২০১৮

স্বর্ণে মোড়ানো বাইক

কথায় আছে শখের তোলা আশি টাকা। এই শখ পূরণের জন্য এই দাম খুব একটা বেশি নয়। বাইকের এত দাম শুনে সাধারণ মানুষ ভড়কে গেলেও কোম্পানির দাবি- এ আর এমন কি! বাইকে স্বর্ণের পরত! এমনই বাইক নিয়ে এসেছে বিশ্বের প্রখ্যাত বাইক ব্র্যান্ড হার্লে ডেভিডসন। আর এটাই হলো এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামী বাইক। এটির একটার দাম সাড়ে পাঁচ কোটি টাকা। সোনার পাত লাগিয়ে বাইকটি তৈরি করেছে ডেনমার্কের এই মোটরসাইকেল নির্মাণ কোম্পানি। জার্মানির হামবুর্গে চলতি মোটরসাইকেল এক্সপোতে আবরণ সরিয়ে আত্মপ্রকাশ ঘটানো হয় এই সোনালি বাইকের। সিএনএন অবলম্বনে।
×