ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শত বছর টিকবে যে প্যান্ট

প্রকাশিত: ০৬:১৬, ২০ ডিসেম্বর ২০১৮

শত বছর টিকবে যে প্যান্ট

একটি ফুলপ্যান্ট কত বছর ব্যবহারযোগ্য থাকে। কয়েক বছর তাই না? তবে এবার ভোলব্যাক নামের এক কোম্পানি এমন একটি প্যান্ট বাজারজাত করতে যাচ্ছে যেটি এক শ’ বছর টিকবে। এক শ’ বছর বয়স হলেও এটি ব্যবহার উপযোগী থাকবে। প্রতিটি প্যান্টের দাম ধরা হয়েছে ৬৪৫ ডলার। ভোলব্যাক কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা স্টিভ টিডবল বলেন, আমাদের তৈরি এই প্যান্ট এক শ’ বছর ব্যবহার উপযোগী থাকবে। এটি পরে আগুনের মধ্য দিয়ে সহজে হাঁটা যাবে। তিনি বলেন, প্যান্টটির মোট তিনটি পরত রয়েছে। ওপরের পরতটি আগুন ও পানি প্রতিরোধক। প্যান্টটি বেশি মোটা নয়। গ্রাহক এটি পরে সহজে হাঁটাচলা ও কাজ করতে পারবেন। তিনি বলেন, অগ্নি নিরোধক পোশাক পরা সাধারণত আরামদায়ক নয়। তবে বিশ্বে আমরাই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কাপড় তৈরি করেছি যেটি বেশি মোটা নয়। আবার পরতেও আরাম। তিনি আরও বলেন, আমরা সাধারণত কঠিন ও ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলায় সৈন্যদের পরার জন্য এই প্যান্ট তৈরি করেছি। অডিটি সেন্ট্রাল অবলম্বনে।
×