ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯ জন দগ্ধ

প্রকাশিত: ০৬:১৪, ২০ ডিসেম্বর ২০১৮

ফতুল্লায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৯ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার কোতালেরবাগ হক বাজার এলাকার একটি ফ্ল্যাট বাসায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনের ওই ফ্ল্যাট বাসার আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। অগ্নি˜গ্ধরা হলেন- শ্রী নাথ চন্দ্র বর্মন(৩৫), তার স্ত্রী মতি অর্চনা(৩২), তার মেয়ে অনামিকা(১৫), ছেলে অর্পিত(১০)। এছাড়া শ্রীনাথ চন্দ্র বর্মনের মা ছায়া রানী(৬০), বোন সুমিত্রা(২৮) ও ভগ্নিপতি নারায়ণ (৪০) তাদের ছেলে রমিথ(১৪) ও ভাই শাওন(১০)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর ৬টায়। ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে ৪-৫ জনের অবস্থায় আশঙ্কাজনক। জানা গেছে, ভোর ৬টায় আকস্মিকভাবে সদর উপজেলার ফতুল্লার কোতালেরবাগ হক বাজার এলাকায় জাকির হোসেনের মালিকানাধীন চারতলা ভবনের তৃতীয় তলায় ফ্ল্যাট বাসায় আগুন লাগে। মুহূর্তে মধ্যে আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। আগুনে শোবার ঘর, একটি ডাইনিং রুম ও বাথরুম পুড়ে যায়। আগুনে ওই ফ্ল্যাটের আসবাবপত্র, বৈদ্যুতিক বোর্ডসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনে ফ্ল্যাট বাসায় ভেতরে ব্যাপক ক্ষতি হয়। আগুনে গৃহকর্তা শ্রীনাথ চন্দ্র বর্মনসহ তার পরিবারের ৯ জন অগ্নি˜গ্ধ হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। আগুনের খবর পেয়ে শত শত লোক ঘটনাস্থলে ছুটে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাসের লিকেজ থেকে আগুন লাগার তেমন কোন আলামত দেখা যায়নি। গ্যাসের লিকেজ থেকে আগুন লাগলে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলত না। রান্নাঘরের জানালা খোলা, রান্নাঘর অক্ষত রয়েছে। আগুনের পোড়া দেখে মনে হচ্ছে দীর্ঘ সময় ধরে আগুন ধরেছিল। আগুন যেখানে লেগেছিল সেখানে মশার কয়েল দেখা গেছে। ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
×