ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে আনার চিন্তা

প্রকাশিত: ০৬:০৬, ২০ ডিসেম্বর ২০১৮

ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে আনার চিন্তা

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি আর ৯ দিন। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের পক্ষ থেকে নানা চেষ্টা, মাঠ পর্যায়ে দিক নির্দেশনা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনকেন্দ্রিক গুজব রোধেও গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন মনিটরিং সেল। এছাড়াও নির্বাচনের দিন ইন্টারনেটের গতি কমিয়ে আনার বিষয় চিন্তাভাবনা হচ্ছে, বিশেষ করে ভোটের দিন বেলা চারটার আগ পর্যন্ত গতি স্লো রেখে বিকেল পাঁচটা থেকে ফের তা ফুল স্পিডে আনার বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। ইসি সূত্র জানায়, নির্বাচনকেন্দ্রিক গুজব রোধে গঠিত সেলের প্রধান করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলামকে। এখন থেকে ২৪ ঘণ্টায় এই সেল গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করবে। এর মাধ্যমে অপপ্রচারের বিষয়টি খতিয়ে দেখবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, গুজব প্রতিরোধে গঠিত সেলে অন্য সদস্যদের মধ্যে পুলিশ হেড কোয়ার্টার, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বিটিআরসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) একজন করে প্রতিনিধি এবং ইসির সিনিয়র মেনটেনেন্স ইঞ্জিনিয়ার রয়েছেন। মনিটরিং সেলে কার্যাবলীতে উল্লেখ করা হয়েছে ভোট সংশ্লিষ্ট গুজব বা প্রোপাগান্ডা, যা নির্বাচন প্রশ্নবিদ্ধ করে এ কার্যক্রম বন্ধের লক্ষ্যে ২৪ ঘণ্টা সোস্যাল মিডিয়া মনিটরিং করবে। মনিটরিংয়ে ভোটবিরোধী কোন গুজব কিংবা অপপ্রচার প্রমাণিত হলে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে অবহিত করবে। ইসির সিনিয়র মেনটেনেন্স ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশটি ইতোমধ্যে মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (স্পেশাল ব্র্যাঞ্চ), র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। ফল গণনাকারীদের ভুলে নির্বাচন যেন প- না হয়-সিইসি ॥ একাদশ জাতীয় নির্বাচন কেন্দ্র করে বুধবার সকালে আগারগাঁওয়ের ইটিআই ভবনে ভোটের দিন সফটওয়্যার সংক্রান্ত ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমের (আরএমএস) প্রশিক্ষণ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি সিইসি বলেন, ফল গণনাকারীদের একটু ভুলে নির্বাচন যেন প- না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নির্বাচনে টেকনিক্যাল পার্সনের জায়গা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভুল করলে সব নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে না। এতে সামান্য ক্ষতি হবে, যা সংশোধন করা যাবে। কিন্তু আপনার সামান্য ভুলে ব্যাপক অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে। এ বিষয়ে সারাদেশের ফল সফটওয়্যারের মাধ্যমে আসে। সামান্য সংখ্যার ভুল হলে সংসদ নির্বাচনের ফল উল্টে যেতে পারে।
×