ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন’

প্রকাশিত: ০৬:০৪, ২০ ডিসেম্বর ২০১৮

‘ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দিন’

জনকণ্ঠ রিপোর্ট ॥ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ছয় জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট দিয়ে দলের প্রার্থীদের বিজয়ী করার জন্য দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিশাল চারটি জনসভায় চলমান বৃহৎ প্রকল্পগুলোর কাজ শেষ করার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। যারা দুর্নীতি করে, মানিলন্ডারিং করে, জঙ্গীবাদী তৎপরতা চালায়, আগুন সন্ত্রাস করে যারা দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে। ধানম-ির নিজ বাসভবন সুধাসদন থেকে বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সির মাধ্যমে কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও পিরোজপুর জেলায় আয়োজিত চার নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি, রায়ও কার্যকর হয়েছে। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। ২০০৮ সালের নির্বাচনে দিন বদলের সনদ দিয়ে ছিলাম। দেশ বদলে যাচ্ছে। জনগণ উন্নত জীবন পাচ্ছে। সরকারের গৃহীত বাস্তবায়নাধীন বৃহৎ প্রকল্পগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, যারা দুর্নীতি করে, মানিলন্ডারিং করে, জঙ্গীবাদী তৎপরতা চালায় তারা যেন ক্ষমতায় আসতে না পারে। চলমান উন্নয়নের কাজ শেষ করার জন্য আওয়ামী লীগকেই ক্ষমতায় থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, আবারও নৌকায় ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। চট্টগ্রাম অফিস থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত প্রার্থী পরিচিতি ও নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। আমরা উন্নয়নের ধারার সূচনা করেছি। মীরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড হচ্ছে। চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ করছি। বন্দরের উন্নয়নে বে-টার্মিনাল হচ্ছে। চট্টগ্রাম জেলা ও বিভাগের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছি। চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন করতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় থাকতে হবে। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ দিন। নির্বাচনী এ জনসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার ১৬ আসনে মহাজোট মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। চট্টগ্রাম জেলার ১৬ আসনের প্রার্থীদের এই পরিচিতি সভা রূপ নেয় বিরাট নির্বাচনী জনসভায়। সেখানে নগরী ও জেলার নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক যোগ দেন। প্রার্থীদের সমর্থনে নৌকা প্রতীকের ফেস্টুন ধারণ করে অনেক মিছিল মিলিত হয় লালদীঘিতে। কক্সাবাজারের চার আসন উপহার দেয়ার অঙ্গীকার ॥ কক্সবাজার থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানান, কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ সময় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে জেলার চার আসনেই দলের প্রার্থীদের বিজয়ী করার জন্য নৌকা মার্কায় ভোট চান। জবাবে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার জনতা দু’হাত তুলে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সভায় জেলা আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ, মহাজোটের সব নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সব নেতাকর্মীবৃন্দ, সহযোগী সংগঠনের সব নেতাকর্মীবৃন্দকে দলে দলে মিছিলে মিছিলে যোগদান করে জনসভাকে জনসমুদ্রে পরিণত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকের সমর্থনে স্থানীয়দের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। কক্সবাজারে এ বিশাল স্টেডিয়ামে বুধবার সকাল থেকে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে স্টেডিয়ামে লোকজন আসতে থাকে। দুপুরের মধ্যেই স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ চার আসনের প্রার্থী, দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী ॥ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের স্টাফ রিপোর্টার জানন, জেলার ৬ নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ জেলার নেতা ও হাজার হাজার মানুষের সঙ্গে ভিডিও কনফান্সের মাধ্যমে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারী কলেজ প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। পিরোজপুর ৩ আসনে মহাজোটের প্রার্থীদের বিজয়ী করুন ॥ পিরোজপুর থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, পিরোজপুরে বুধবার বিকেলে স্থানীয় স্বাধীনতা মঞ্চে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলার তিন আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের সঙ্গে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ধানম-ির সুধাসদন থেকে এ কনফারেন্সে যোগ দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মহাজোটের মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিজয়ী নিশ্চিত করার অনুরোধ করেন। বিশেষ করে পিরোজপুর-১ আসনে জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট শ ম রেজাউল করীমকে পরিচয় করিয়ে দেন। হাস্যরসের ছলে প্রধানমন্ত্রী আরও বলেন, পিরোজপুর ২ ও ৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থীদের মার্কা সাইকেল ও লাঙ্গল। তারা জিতলে নৌকায় করে পার করে নেয়া যাবে। এছাড়া পিরোজপুরে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা, শহররক্ষা বাঁধ, গ্যাস সরবরাহসহ মিনি পার্ক স্থাপনের আশ্বাস দেন।
×