ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দোষী সাব্যস্ত বুটিনা

প্রকাশিত: ০৭:৪৬, ১৯ ডিসেম্বর ২০১৮

দোষী সাব্যস্ত বুটিনা

মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অপরাধে দোষী সাব্যস্ত হলেন রুশ নাগরিক মারিয়া বুটিনা। বন্দুক চালানোয় সিদ্ধহস্ত ৩০ বছরের মারিয়াকে দোষী সাব্যস্ত করল ওয়াশিংটনের ফেডেরাল কোর্ট। শাস্তি হিসেবে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত। নিজের দোষ স্বীকার করে তদন্তে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন বুটিনা। ফলে এখনই তাকে জেলে পাঠাচ্ছেন না তদন্তকারীরা। আমেরিকা বিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকা এবং গোপন তথ্য পাচার করার অভিযোগে গত জুলাই মাসে বুটিনাকে গ্রেফতার করেছিল মার্কিন পুলিশ। এর পরই তাকে সব রকমের সাহায্যের আশ্বাস দেয়া হয়েছিল রুশ বিদেশ দফতরের তরফ থেকে। তবে বুটিনা নিজের দোষ স্বীকার করে নেয়ার পর, এখন এই বিষয়ে মুখ খুলতে নারাজ রাশিয়া বরং বুটিনার সঙ্গে যে তাদের কোন যোগ নেই, এখন তা প্রমাণ করতেই ব্যস্ত ক্রেমলিনের শীর্ষ কর্তারা। ২০১৫ থেকে আমেরিকায় রয়েছেন বুটিনা। মার্কিন প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্তাদের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছিল তার। অভিযোগ, তাদের কাছ থেকে পাওয়া মার্কিন প্রশাসনের গোপন তথ্য রাশিয়ার হাতে তুলে দিয়েছেন বছর ত্রিশের এই মহিলা।
×