ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফিফা ক্লাব বিশ্বকাপ

মুকুট ধরে রাখার মিশন রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৭:৩২, ১৯ ডিসেম্বর ২০১৮

মুকুট ধরে রাখার মিশন রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ এলোমেলো রিয়াল মাদ্রিদের সামনে এবার আরেকটা চ্যালেঞ্জ। ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবলের মুকুট ধরে রাখার লক্ষ্যে দলটি এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আজ প্রথম ম্যাচে মাঠে নামবেন লুকা মডরিচ, করিম বেনজেমা, গ্যারেথ বেলরা। সরাসরি সেমিফাইনালে খেলা রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ জাপানী ক্লাব কাশিমা আন্টলার্স। ম্যাচটি জিতলেই ফাইনালের টিকেট পাবে টানা তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবার সান্টিয়াগো সোলারির শিষ্যদের জন্য মিশনটা বেশ কঠিনই। দলে তারকা বলতে মডরিচ। গতবার এই টুর্নামেন্টে গোল্ডেন বল জয়ী ছিলেন ক্রোয়েশিয়ান তারকা। কিন্তু সেবার সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোও দলে ছিলেন। বেল-বেনজেমা-মডরিচরা কতটা হাল ধরতে পারবেন তা বলা কঠিন। মডরিচ চলতি বছরে ব্যক্তিগত প্রায় সব ট্রফিই জিতে নিয়েছেন। কিছুদিন আগে জিতেছেন ব্যালন ডি’অর ট্রফিটাও। এবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে বার্সিলোনাকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য তার সামনে। এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৩ বার করে শিরোপা জিতেছে বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদ। ফাইনাল খেলার দিক দিয়ে বার্সিলোনা সবার ওপরে। ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে চ্যাম্পিয়ন হলেও রানার্সআপ হয়েছে কাতালানরা ২০০৬ সালে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছে। টানা তৃতীয়বারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে বার্সাকে ছাড়িয়ে যাওয়ার মিশন সান্তিয়াগো সোলারির দলের সামনে। মডরিচ ক্লাব বিশ্বকাপ শুরুর আগে সাক্ষাতকারে বলেছেন, আমার প্রধান লক্ষ্য হলো, ক্লাব বিশ্বকাপটা জেতা। এটা আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ ট্রফি। এবার মিশন খুব একটা সহজ হবে না রিয়ালের সামনে। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন রিভারপ্লেট ফাইনালে রিয়ালের মুখোমুখি হতে পারে। তারও আগে সেমিফাইনালে মডরিচরা মুখোমুখি হচ্ছেন ২০১৬ সালের ফাইনালিস্ট জাপানী ক্লাব কাশিমার। কাশিমাই প্রথম এশিয়ান ক্লাব হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছে। এর আগে আফ্রিকান দুটি ক্লাব এ টুর্নামেন্টের ফাইনাল খেললেও এশিয়ার কোন ক্লাব খেলতে পারেনি। রোনাল্ডোহীন রিয়ালের সামনে এবার বড় কঠিন চ্যালেঞ্জ।
×