ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএলের নিলামে অবিক্রীত মুশফিক-মাহমুদুল্লাহ!

প্রকাশিত: ০৭:৩১, ১৯ ডিসেম্বর ২০১৮

আইপিএলের নিলামে অবিক্রীত মুশফিক-মাহমুদুল্লাহ!

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলামে এবারও (২০১৯) দল পাননি বাংলাদেশী তারকা মুশফিকুর রহীম। ঘরোয়া টি২০’র সবচেয়ে বড় এই আসরে কোন দলই তাকে কেনার আগ্রহ দেখায়নি। অবশ্য বাংলাদেশের দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন সাবেক এই অধিনায়ক। মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময়ও নিলামে নাম ওঠেনি চূড়ান্ত তালিকায় থাকা আরেক বাংলাদেশী মাহমুদুল্লাহ রিয়াদের। এবারের নিলামের জন্য শেষ পর্যন্ত শুধু এই দুই বাংলাদেশী ক্রিকেটারের নাম ছিল। অবশ্য প্রথমে ১০ জন বাংলাদেশী খেলোয়াড়ের নিলামের তালিকায় থাকার কথা ছিল। যদিও সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক। নিলামে বেশ সাড়া ফেলেছেন ভারতীয় পেসার জয়দেব উনাদকড়। রাজস্থান রয়্যালস তাকে ৮ কোটি ৪০ লাখ রুপীতে কিনেছে। তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপী। তরুণ স্পিনার বরুণ চক্রবর্তীকেও সমান ৮ কোটি ৪০ লাখ রুপীতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব, অথচ তার ভিত্তিমূল্য ছিল মাত্র ২০ লাখ রুপী। ইশান্ত শর্মাকে দিল্লী ১ কোটি ১০ লাখ রুপীতে এবং মোহাম্মদ শামিকে ৪ কোটি ৮০ লাখ রুপীতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মোহিত শর্মার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপী, তবে চেন্নাই সুপার কিংস তাকে দলে নিয়েছে ৫ কোটি রুপীতে। আইপিএলে সাড়া ফেলা অক্ষর প্যাটেলকে দিল্লী ৫ কোটি রুপীতে দলে নিয়েছে। একই মূল্যে কার্লোস ব্রেথওয়েটকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তরুণ ক্রিকেটাররা সাড়া ফেললেও অবিক্রীত থেকে গেছেন ক্রিস ওকস, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল এবং এ্যালেক্স হেলসের মতো প্রতিষ্ঠিত খেলোয়াড়রা। এছাড়া জনি বেয়ারস্টোকে ২ কোটি ২০ লাখ রুপীতে সানরাইজার্স হায়দরাবাদ, নিকোলাস পুরানকে ৪ কোটি ২০ লাখ রুপীতে কিংস ইলেভেন পাঞ্জাব, ঋদ্ধিমান সাহাকে ১ কোটি ২০ লাখ রুপীতে সানরাইজার্স হায়দরাবাদ, লাসিথ মালিঙ্গাকে ২ কোটি রুপীতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে উইকেটরক্ষক বিভাগে থাকা এই খেলোয়াড় বাংলাদেশের হয়ে এ বছর ১৪টি টি২০ খেলেছেন এখন পর্যন্ত, যার মধ্যে তিনটি অর্ধশতক রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদুল্লাহও নিজেকে প্রমাণ করেছিলেন। আইপিএলে অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকা মাহমুদুল্লাহ ও মুশফিক দু’জনের ভিত্তিমূল্যই ৫০ লাখ রুপী করে। অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এরই মধ্যে দলে নিয়ে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে গতবার মুম্বাই ইন্ডিয়ান্সে খেলা মুস্তাফিজুর রহমান এবার নিলামে ছিলেন না বাংলাদেশ বোর্ডের (বিসিবি) অনুমতি না থাকায়।
×