ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারতকে উড়িয়ে সমতায় অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:৩০, ১৯ ডিসেম্বর ২০১৮

ভারতকে উড়িয়ে সমতায় অস্ট্রেলিয়া

শাকিল আহমেদ মিরাজ ॥ পার্থে ‘নাম্বার ওয়ান’ ভারতকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৪৬ রানের বড় জয়ে চার টেস্টের সিরিজে ১-১এ সমতায় ফিরেছে টিম পেইনের দল। ম্যাচ শেষে সফরকারী অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন একাদশ গঠনে ভুলই হারের অন্যতম কারণ। স্পেশালিস্ট স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখে টেস্টে চার পেসার নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে অতিথিরা। ৮ উইকেট নিয়ে প্রতিপক্ষ স্পিনার নাথান লেয়ন ম্যাচসেরা হওয়ায় সেটি এখন শেল হয়ে বিঁধছে। কোহলিও তাই স্বীকার না করে পারেননি। ২৮৭ রানের জয়ের লক্ষ্যে মঙ্গলবার শেষ দিনে মাত্র ১৪০ রানে অলআউট হয় ভারত। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৮৩। অস্ট্রেলিয়া ৩২৬ ও ২৪৩। ২৬ ডিসেম্বর ‘বক্সিং ডে’তে মেলবোর্নে শুরু চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট। ভারত হতে পারে র‌্যাঙ্কিংয়ের সেরা দল কিন্তু গত পাঁচ বছরে দুই শ’র বেশি রান তাড়া করে কখনই জিততে পারেনি। ১৩ বারের ৯ বারই হেরেছে। ড্র ৪ ম্যাচ। সুপার কোহলিবাহিনী এবারও পারল না। ৫ উইকেটে ১১২ রান নিয়ে শেষদিন শুরু করেছিল ভারত। হনুমা বিহারি ও রিশভ পন্থের জুটি ভাঙ্গার পর আর এগোতে পারেনি তারা। এদিন মাত্র ১৫ ওভারেই ম্যাচ শেষ করে দেয় অস্ট্রেলিয়া। বিহারিকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মিচেল স্টার্ক। পন্থকে ফেরান লেয়ন। শেষ তিন ব্যাটসম্যান রানের দেখাই পাননি। অস্ট্রেলিয়ান বোলাররা ছিলেন রুদ্ররূপে। ২১ রানের মধ্যে ভারত হারিয়েছে শেষ ৫ উইকেট। একাদশ গঠনে ভুল স্বীকার করে অধিনায়ক কোহলি বলেন, ‘আমরা যখন পিচটা দেখলাম, আমাদের মনে হয়েছিল চারজন পেসারই যথেষ্ট টেস্টটা জেতার জন্য। রবীন্দ্র জাদেজাকে নেয়ার কথা আমাদের মাথাতেই আসেনি। কিন্তু ওদিকে নাথান লেয়ন অনেক ভাল বল করেছে। স্পিন দিয়ে যে এই পিচে জেতা যাবে সেটা আমরা ভেবেই দেখিনি।’ ম্যাচ হারলেও দলের পারফর্মেন্স কোহলির দৃষ্টিতে অখুশি হওয়ার মতো কিছু নয়, ‘আমার পেসাররা যেভাবে দ্বিতীয় ইনিংসে নিয়ন্ত্রিতভাবে বল করে গেছে আর চাপ সৃষ্টি করে গেছে, তারজন্য আমি অনেক গর্বিত।’ ঐতিহাসিকভাবে পার্থের পিচ গতিময়। এখানে গতির ঝড় তোলেন ফাস্ট বোলাররা। ম্যাচ শুরুর আগেও এ নিয়ে অনেক কথা হয়েছে। এমনও বলা হয়েছে, এবার পার্থের উইকেট নাকি ইতিহাসের সেরা বাউন্সি উইকেট। সাবেক অধিনায়ক রিকি পন্টিংও এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিলেন। নানা কথায় বিভ্রান্ত হয়েই কিনা ভারত পার্থ টেস্টে চার পেসার নিয়ে খেলতে নামে। কিন্তু মাঠে নেমে দেখে পুরো উল্টো চিত্র। অস্ট্রেলীয় অফস্পিনার লেয়ন উল্টো বাজিমাত করেন ৮ উইকেট নিয়ে। অস্ট্রেলিয়ার দারুণ জয়ে তিনিই মুখ্য ভূমিকায়। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন। তিনি যেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, চার পেসার নিয়ে খেলতে নামাটা কত বড় ভুল ছিল। কোহলি আর কি-ই বা বলবেন। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ৩২৬/১০ (১০৮.৩ ওভার; হ্যারিস ৭০, ফিঞ্চ ৫০, খাজা ৫, মার্শ ৪৫, হ্যান্ডসকম ৭, হেড ৫৮, পেইন ৩৮, কামিন্স ১৯, স্টার্ক ৬, লেয়ন ৯*, হ্যাজলউড ০; ইশান্ত ৪/৪১, বুমরাহ ২/৫৩, উমেশ ২/৭২, শামি ০/৮০, বিহারি ২/৫৩, বিজয় ০/১০) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৪৩/১০ (৯৩.২ ওভার; হ্যারিস ২০, ফিঞ্চ ২৫, খাজা ৭২, মার্শ ৫, হ্যান্ডসকম ১৩, হেড ১৯, পেইন ৩৭, কামিন্স ১, স্টার্ক ১৪, লেয়ন ৫, হ্যাজলউড ১৭*; ইশান্ত ১/৪৫, বুমরাহ ৩/৩৯, শামি ৬/৫৬, উমেশ ০/৬১, বিহারি ০/৩১)। ভারত প্রথম ইনিংস ॥ ২৮৩/১০ (১০৫.৫ ওভার; রাহুল ২, বিজয় ০, পুজারা ২৪, কোহলি ১২৩, রাহানে ৫১, বিহারি ২০, পন্থ ৩৬, শামি ০, ইশান্ত ১, উমেশ ৪*, বুমরাহ ৪; স্টার্ক ২/৭৯, হ্যাজলউড ২/৬৬, কামিন্স ১/৬০, লেয়ন ৫/৬৭) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৪০/১০ (৫৬ ওভার; আগেরদিন ১১২/৫) (রাহুল ০, বিজয় ২০, পুজারা ৪, কোহলি ১৭, রাহানে ৩০, বিহারি ২৮, পন্থ ৩০, উমেশ ২, ইশান্ত ০, শামি ০*, বুমরাহ ০; স্টার্ক ৩/৪৬, হ্যাজলউড ২/২৪, কামিন্স ২/২৫, লেয়ন ৩/৩৯)। ফল ॥ অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ নাথান লেয়ন (অস্ট্রেলিয়া)। সিরিজ ॥ চার টেস্ট ১-১এ চলমান।
×