ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিডিও কনফারেন্স

সৈয়দ আশরাফের জন্য নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:০৯, ১৯ ডিসেম্বর ২০১৮

সৈয়দ আশরাফের জন্য নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৮ ডিসেম্বর ॥ আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে জেলার ছয়টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জবাসীর কাছে আবারও নৌকা মার্কায় ভোট চেয়েছেন। মঙ্গলবার বিকেলে নৌকার সমর্থনে পুরাতন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনীয় সভায় ভিডিও কনফারেন্সে জননেত্রী শেখ হাসিনা বক্তৃতায় অসুস্থ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জন্য সকলের নিকট দোয়া চেয়ে তার পক্ষে নৌকায় ভোট চান। এ সময় শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সৈয়দ আশরাফের পক্ষে তার ছোট ভাই ডাঃ সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মহাজোটের লাঙ্গলের প্রার্থী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ আফজাল হোসেন। এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম. এ আফজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রমুখ। বক্তারা সকলে এলাকার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরাসহ আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয়ী হওয়ার দৃঢ় প্রত্যশা ব্যক্ত করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, সৈয়দ আশরাফের পরিবারের সদস্যরা ছাড়াও জেলা এবং উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বান্দরবানকে উন্নয়ন ও পর্যটনের রোল মডেল করব ॥ নিজস্ব সংবাদদাতা বান্দরবান থেকে জানান, বান্দরবানকে আমরা উন্নয়নের ও পর্যটনের রোল মডেল করব। মঙ্গলবার দুপুরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বান্দরবান শহরের রাজার মাঠের পাশে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর পরিবারের সঙ্গে বান্দরবানে ভ্রমণে আসার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বান্দরবান একটি সুন্দর জায়গা, নৈসর্গিক জায়গা। দু’দশকের হানাহানির পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর আমরা পার্বত্য শান্তি চুক্তি করেছি, শান্তি চুক্তির ফলে পার্বত্য জেলায় সংঘাত প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি নেতাকর্মী ও জনগণের উদ্দেশে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সবাই নৌকা মার্কায় ভোট দিবেন।
×