ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরীগঞ্জে খুরা রোগে শতাধিক গরুর মৃত্যু ॥ দিশেহারা কৃষক

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ ডিসেম্বর ২০১৮

কিশোরীগঞ্জে খুরা রোগে শতাধিক গরুর মৃত্যু ॥ দিশেহারা কৃষক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলার কিশোরীগঞ্জ উপজেলায় ব্যাপক হারে গবাদিপশুর খুরা রোগ দেখা দিয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে এ রোগে শতাধিক গরু মারা গেছে। ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। মঙ্গলবার এলাকার কৃষকরা জানায় উপজেলার সদর ইউনিয়নের গদা কোরানীপাড়া গ্রামের আব্দুল খালেকের দুটি, নাজমা বেগমের দুটি, মশিয়ার রহমানের একটি ছাগল, ইসমাইল গ্রামের তহদ্দি মামুদ, চেংমারী গ্রামের জেনারুল ইসলামের একটি আড়িয়া বাছুর, বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিমপাড়া গ্রামের নুরুল হকের ৪টি, ফয়জুল হকের ২টি ও রতন মিয়ার ৪টি ছাগলসহ মোট ১০টি ছাগল মারা গেছে। এ রোগে আক্লান্ত হয়েছে প্রায় সহস্রাধিক গরু ছাগল। কিশোরীগঞ্জে গদা, রাজিব, যদুমনি রণচ-িবাজারপাড়া, পুটিমারীসহ অনেক গ্রামে খুরা রোগ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী কৃষকরা জানান, খুরা রোগে গরু ছাগল আক্রান্ত হওয়ার পর মুখ দিয়ে লালা ঝড়ে, গরু ছাগলের খাওয়ার রুচি বন্ধ হয়ে যায়, মুখ ও পায়ে পোকা ধরে এবং দুর্গন্ধ বের হয়। এসব আক্রান্ত গরু ছাগলগুলো চিকিৎসা করেও বাঁচানো যাচ্ছে না।
×