ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রনির অডিও ফাঁস

গাড়ি ভাংচুর করেছে বিএনপি ॥ মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে

প্রকাশিত: ০৬:৫৪, ১৯ ডিসেম্বর ২০১৮

গাড়ি ভাংচুর করেছে বিএনপি ॥ মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গাড়িতে হামলা ও ভাংচুর করেছে বিএনপির কর্মীরা। অথচ মামলা হবে আওয়ামী লীগ প্রার্থীসহ এই দলের নেতাকর্মীদের নামে। এমন একটি চক্রান্ত ফাঁস হয়েছে পটুয়াখালী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির ফোনালাপের দুটি অডিও ক্লিপে। ফোনালাপের ওই দুটি অডিও ক্লিপ নিয়ে তোলপাড় এখন তুঙ্গে, যা এলাকার গ-ি ছাড়িয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। গোলাম মাওলা রনি তার স্ত্রী কামরুন নাহার রুনুসহ কয়েকজন মহিলাকে বহনকারী মাইক্রোবাস ভাংচুরের ঘটনায় ওই ফোনালাপে দলের অভ্যন্তরীণ কোন্দলকেই দুষেছেন। অথচ প্রথমে ওই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়েছিল। এছাড়া, ওই ফোনালাপে থানা ঘেরাও করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কর্মীদের উদ্বুদ্ধ করার একটা অপচেষ্টাও করা হয়েছিল বলে ধারণা করা হয়েছে। গোলাম মাওলা রনির এ ফোনালাপের অডিও ক্লিপ ফাঁস হওয়ায় দলের নেতাকর্মীরাও পড়েছেন বিপাকে। তারা কেউই এ বিষয়ে মিডিয়ার কাছে মুখ খুলতে চাননি। আওয়ামী লীগের মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে বিএনপিতে যোগ দিয়েই পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী হন গোলাম মাওলা রনি। নবম সংসদে গোলাম মাওলা রনি আওয়ামী লীগের এমপি ছিলেন। আকস্মিক দলবদল এবং বিএনপির মনোনয়নে গোলাম মাওলা রনি নির্বাচনী এলাকাসহ সারাদেশে মুখরোচক আলোচনায় চলে আসেন। গোলাম মাওলা রনির মনোনয়নে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দলের একাধিক গ্রুপ রনির মনোনয়নের বিরোধিতা করেন। যে কারণে তফসিল ঘোষণার পর তিনি নির্বাচনী এলাকায় আসেননি। গত ৮ ডিসেম্বর বুধবার প্রথম তিনি নির্বাচনী এলাকায় আসেন। ওইদিনই বিক্ষুব্ধ জনতার ব্যানারে রনির বিরুদ্ধে গলাচিপা শহরে ঝাড়ু মিছিল হয়। এলাকায় এসেও তিনি কোন কর্মসূচী দেননি। উলানিয়া বন্দরের বাসভবনে অবস্থান করেন। গত ১৫ ডিসেম্বর শনিবার রনির স্ত্রী কামরুন নাহার রুনু কয়েকজন নারী কর্মী নিয়ে মাইক্রোবাসে গলাচিপা উপজেলা শহরে বিএনপির প্রবীণ নেতা আবু তালেব মিয়ার সঙ্গে সাক্ষাত করেন। দুপুরে ফেরার পথে কামরুন নাহার রুনুকে বহনকারী গাড়িতে কে বা কারা হামলা করে। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোলাম মাওলা রনি ও তার প্রধান নির্বাচন সমন্বয়কারী মোঃ শাহজাহান খান গাড়ি ভাংচুরের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। কিন্তু পরবর্তীতে গোলাম মাওলা রনির ফাঁস হওয়া দু’টি ফোনালাপের অডিও ক্লিপে বেরিয়ে আসে প্রকৃত তথ্য।
×