ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে আসন ধরে রাখতে মরিয়া প্রধান দুই দল

প্রকাশিত: ০৬:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৮

কক্সবাজারে আসন ধরে রাখতে মরিয়া প্রধান দুই দল

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪টি আসনে সুষ্ঠু ভোট অনুষ্ঠান নিয়ে ভোটারদের মধ্যে তেমন শঙ্কা নেই। ভোটারগণ ৩০ ডিসেম্বরের অপেক্ষায় রয়েছে। বর্তমানে আশ্রয় শিবির থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের বাইরে আসার সুযোগ নেই। ইতোপূর্বে ট্রেনিং নিতে যাওয়া কিছু কিছু রোহিঙ্গা সন্ত্রাসী শিবিরে প্রবেশ করেনি এখনও। তাদের চোরাগুপ্তা হামলার আতঙ্কে রয়েছে আওয়ামী লীগ কর্মীরা। সূত্র জানায়, দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থী সমর্থক ও ভোটারদের মধ্যে আগ্রহ উদ্দীপনাও বাড়ছে। প্রতীক বরাদ্দের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা স্বাধীনভাবে নিজ নিজ দলের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। ছোটখাটো দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অপ্রীতিকর কিছুই ঘটেনি এ পর্যন্ত। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বইছে নির্বাচনী আমেজ। অন্য দল মাঠে থাকলেও জোরেশোরে প্রচার চলছে নৌকা বনাম ধানের শীষের। কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। এ আসনটি গেল বার জাতীয় পার্টির ঘরে ছিল। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনটি ঘরের আসন ঘরে ধরে রাখার চেষ্টায় চোখের ঘুম হারাম করে চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। জানা যায়, আগামী ৩০ ডিসেম্বর সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করছে জেলা প্রশাসন। এ জন্যে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতিও নেয়া হচ্ছে। স্থানীয়ভাবে জানা গেছে, বিএনপির অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ এমনকি সাধারণ ভোটারগণ শতভাগ আশাবাদী। জেলার চারটি আসনের মধ্যে সকলের চোখ রয়েছে চকরিয়া-পেকুয়া এবং উখিয়া-টেকনাফ আসনের দিকে। যেহেতু সেখানে দুই নারী প্রার্থীর সঙ্গে লড়ছেন হেভিওয়েট দুই রাজনীতিক। সেহেতু ওই দু’টি আসনে নারীদ্বয় জিতে, নাকি পুরুষ প্রার্থীদ্বয় জিতে এ নিয়ে প্রতিদিন বিভিন্ন স্থানে ভোটারদের মধ্যে নানা কথাবার্তা চলছে। ওই দু’নারী প্রার্থীর একজন হাসিনা আহমেদ (বিএনপি)। তিনি চকরিয়া-পেকুয়া আসনে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী জাফর আলমের সঙ্গে। অপরজন শাহীন আক্তার (আওয়ামী লীগ)। তিনি উখিয়া টেকনাফ আসনে লড়ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে।
×