ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে বিডায় ৫৮ হাজার কোটি টাকার বিনিয়োগ নিবন্ধন

প্রকাশিত: ০৬:৪১, ১৯ ডিসেম্বর ২০১৮

প্রথম প্রান্তিকে বিডায় ৫৮ হাজার কোটি টাকার বিনিয়োগ নিবন্ধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেড়েই চলছে দেশে বিনিয়োগের নিবন্ধন। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিনিয়োগের নিবন্ধন হয়েছে ৫৭ হাজার ৮৩৪ কোটি টাকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্রে এ তথ্য জানা গেছে। বিডার তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে বিনিয়োগ নিবন্ধন হয়েছে ৫৭ হাজার ৮৩৪ কোটি টাকার, যা আগের প্রান্তিকের (এপ্রিল-জুন) চেয়ে ৪৪ শতাংশ বেশি। আগের প্রান্তিকে বিনিয়োগ নিবন্ধন হয়েছিল ৪০ হাজার ২৩৩ কোটি টাকার। এই সময়ে বিদেশী বিনিয়োগের নিবন্ধন বেড়েছে ১৪২ শতাংশ। তবে দেশী বিনিয়োগ নিবন্ধন বেড়েছে মাত্র ৬ শতাংশ। আলোচিত সময়ে ১৫টি শতভাগ বিদেশী এবং ২১টি যৌথসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান বিনিয়োগ নিবন্ধন করেছে ২৬ হাজার ৮৮৬ কোটি টাকার। এপ্রিল-জুনে ৫০টি প্রতিষ্ঠানের বিনিয়োগ নিবন্ধনের পরিমাণ ছিল ১১ হাজার ১২৭ কোটি টাকা। জুলাই-সেপ্টেম্বরে দেশী ৩৪৪ প্রতিষ্ঠান ৩০ হাজার ৯৪৮ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব করেছে। এপ্রিল-জুনে ৩৯৪টি দেশী প্রতিষ্ঠানের বিনিয়োগ নিবন্ধনের পরিমাণ ছিল ২৯ হাজার ১০৬ কোটি টাকা। সবমিলিয়ে ২০১৮ সালের (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত নয় মাসে দেশে ১ হাজার ১৪৯টি প্রকল্পে দেশী-বিদেশী বিনিয়োগ নিবন্ধন হয়েছে ১ লাখ ১২ হাজার ৭১৯ কোটি টাকা। বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম জানান, দেশে বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে। ফলে বিনিয়োগ নিবন্ধন বাড়ছে। এ ছাড়া বিডা দেশে বিনিয়োগে উৎসাহী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) কেন্দ্র চালু অন্যতম। ইতোমধ্যে এ সেবা চালুর অংশ হিসেবে প্রাথমিকভাবে সরকারী ছয় সংস্থা ও দফতরের সঙ্গে চুক্তি করেছে বিডা। তিনি বলেন, ওয়ান স্টপ কেন্দ্রে সেবা দিতে আগামীতে মন্ত্রণালয়সহ আরও ৩০ সংস্থা ও দফতরের সঙ্গে চুক্তি হবে। মোট ৩৬ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি শেষে ১৫০টি সেবা সঠিকভাবে দিতে পারবে এ কেন্দ্র। বর্তমানে বিভিন্ন সেবার জন্য বিনিয়োগকারীদের এক মাস থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। এ কেন্দ্র পরিপূর্ণভাবে চালু হলে তারা সব সেবা ১ থেকে ৪৫ দিনের মধ্যে পাবেন।
×