ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধীরে চলছে বাণিজ্যমেলার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪০, ১৯ ডিসেম্বর ২০১৮

ধীরে চলছে বাণিজ্যমেলার প্রস্তুতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোপুরি প্রভাব পড়েছে বাণিজ্যমেলার প্রস্তুতিতেও। অন্য বছরগুলোতে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে স্টল, প্যাভিলিয়ন ও ভেতরের সড়কের বেশির ভাগ কাজ শেষ হয়ে যায়। তবে এবার ২০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। এলোমেলো আর ধীরগতিতে চলছে মেলার প্রস্তুতি। নির্বাচনের কারণে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ৮ দিন পেছানো হয়েছে। ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি থেকে শুরু হবে মেলা। চলবে ৮ ফেব্রয়ারি পর্যন্ত। মেলার মাঠ গিয়ে দেখা যায়, কাজ চলছে খুব ধীর গতিতে। মাঠের বেশ কিছু জায়গা এখনও ফাঁকা পড়ে রয়েছে। নির্মাণ করা হয়নি ভেতরের কোন সড়ক। প্রধান ফটক, মূল আকর্ষণ বঙ্গবন্ধু প্যাভিলিয়ন, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) স্টল, ইপিবির অস্থায়ী সচিবালয়সহ কোন কিছুই এখনও সম্পন্ন হয়নি। ব্যবসায়ীদের বরাদ্দ দেয়া স্টল ও প্যাভিলিয়নের কাজও চলছে কচ্ছপ গতিতে। কেবল খুঁটি দিয়ে স্টলের সীমানা নির্ধারণ করা হয়েছে শুধু তাই নয়, মেলার উদ্বোধন কে করবেন তাও নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। বাণিজ্যমেলার মাঠে গিয়ে দেখা গেছে, গত বছরের মতো এবারও পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হচ্ছে মেলায় প্রবেশের মূল ফটক। কিন্তু এই ফটকে কেবল কাঠামো দাঁড় করানো হয়েছে। এমনকি খালি পড়ে আছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন তৈরির স্থান। এ বিষয়ে প্রাণ-আরএফএলের প্যাভিলিয়ন নির্মাণকারী হাবীব নামের একজন কর্মী বলেন, নির্বাচনের কারণে মেলার প্রস্তুতি কাজ একেবারেই ধীরে চলছে। অন্যান্য বছর ডিসেম্বরের ১৬/১৭ তারিখের দিকে স্টল নির্মাণের কাজ প্রায় মাঝামাঝি পর্যায়ে থাকে। তিনি বলেন, শুনেছি ২৭ ডিসেম্বরের পর থেকে ৩ জানুয়ারি নির্বাচনের কারণে মেলা মাঠের নির্মাণ কাজ বন্ধ রাখা হবে। বেঙ্গল কোম্পানির স্টল নির্মাণে কর্মরত শ্রমিক শহীদুল্লাহ বলেন, কাজ চলছে ঢিলেঢালাভাবে। অনেক স্টলের কাজ এখনও শুরুই হয়নি। বলতে গেলে মাঠের তিন ভাগের দুই ভাগ জায়গা এখনও খালি পড়ে আছে। তবে মেলামাঠের কিছু সমস্যা তুলে ধরে তিনি বলেন, ২০০৪ সাল থেকে এই মাঠে বাণিজ্যমেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ করছি। দীর্ঘ এই সময়ে কখনই নির্মাণ শ্রমিকদের জন্য শৌচাগারের কোন ব্যবস্থা করা হয়নি। এটা খুবই অমানবিক। নির্মাণ শ্রমিকদের প্রতি কর্তৃপক্ষের চরম অবহেলা। এখানে কাজ করার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে প্রায় এক কিলো দূরে যেতে হয়। ধারে কাছে কোন পাবলিক টয়লেটও নেই বলে ক্ষোভ প্রকাশ করেন এই শ্রমিক। গত ১২ বছর ধরে মেলা মাঠে পানির লাইন নির্মাণের কাজ করে আসছেন মোঃ হান্নান। তিনি বলেন, মাঠে কয়েক ভাগে শৌচাগার নির্মাণ করা হবে। এসব শৌচাগারে পানির লাইন দেয়ার কাজ করি। তিনি বলেন, আরও এক মাসেও কাজ শেষ করা যাবে না। এর মধ্যে নির্বাচনের কারণে কয়েকদিন কাজ বন্ধ রাখা হবে বলে শুনেছি। সার্বিক বিষয়ে জানতে চাইলে রফতানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) মহাপরিচালক অভিজিৎ চৌধুরী বলেন, এবার নির্বাচনের কারণে একটু ধীরে কাজ চলছে। ব্যবসায়ীরাও বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে।
×