ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্ধ্রে আঘাত হানার পর দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত ‘পেথাই’

প্রকাশিত: ০৬:০৪, ১৯ ডিসেম্বর ২০১৮

অন্ধ্রে আঘাত হানার পর দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত ‘পেথাই’

স্টাফ রিপোর্টার ॥ ভারতের অন্ধ্র প্রদেশে সোমবার আঘাত হানার পর ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় পেথাই। আজ বুধবারও দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গত দু’দিন মাঝারি ধরনের শীত অনুভূত হওয়ার পাশাপাশি দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে গিয়েছিল। তবে আজ বুধবার থেকে তাপমাত্রা আবার হ্রাস পেতে শুরু করবে। ডিসেম্বরের শেষ সপ্তাহে সৃষ্টি হবে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। তখন দেশে কনকনে শীত অনুভূত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে দু’জনের মৃত্যুসহ অনেক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে এনডিটিভি। আবহাওয়া অধিদফতর জানায়, ঘূর্ণিঝড় কেটে গেলেও সাগর উপকূলে প্রবল বায়ু বিরাজ করছে। তবে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ১২ মিলিমিটার, টাঙ্গাইলে ১৩ মি.মি., ফরিদপুরে ১২ মি.মি., মাদারীপুরে ১৫ মি.মি, গোপালগঞ্জে ১২ মি.মি., নিকলিতে ১০ মি.মি., ময়মনসিংহে ৫ মি.মি., সিলেটে ১২ মি.মি., শ্রীমঙ্গলে ২৩ মি.মি., রাজশাহীতে ৪ মি.মি., ঈশ্বরদীতে ৪ মি.মি., বরগুনায় ২ মি.মি., রংপুরে ২ মি.মি., দিনাজপুরে ৩ মি.মি., সৈয়দপুরে ৩ মি.মি., সাতক্ষীরায় ৩ মি.মি., কুমারখালীতে ২০ মি.মি., চুয়াডাঙ্গায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
×