ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনের ১১ দিন আগে সারাদেশে বিজিবি মোতায়েন

প্রকাশিত: ০৫:৫৪, ১৯ ডিসেম্বর ২০১৮

নির্বাচনের ১১ দিন আগে সারাদেশে বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ আরও স্বাভাবিক রাখতে মঙ্গলবার থেকেই মাঠে নামানো হয়েছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। মানুষের মধ্যে অজানা আশঙ্কা দূর করতে এবার নির্বাচনের এগারো দিন আগেই সারাদেশে একযোগে বিজিবিকে মাঠে নামানো হলো। মঙ্গলবার দুপুরের পরেই সারাদেশে একযোগে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে এবার আগেই বিজিবি মোতায়েন করা হয়েছে। আগে বিজিবি মোতায়েন হওয়ায় মানুষের মধ্যে আরও স্বস্তি ফিরে এসেছে। মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক মঙ্গলবারই সারাদেশে বিজিবি মোতায়েন হয়। ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি সারাদেশে নিরাপত্তার দায়িত্বে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আগামী ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। প্রতিটি জেলায় ছোট আকারে সেনাবাহিনীর একটি টিম পাঠানো হবে। ভোট কেন্দ্রের বাইরে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল ভোট কেন্দ্রসহ প্রয়োজনীয় জায়গায় টহল জোরদার করবেন। তারা ভোট কেন্দ্রের ভেতরে বা ভোট গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না। তবে প্রয়োজনীয় অনুযায়ী রিটার্নিং বা প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে স্ট্রাইকিং ও মোবাইল ফোর্সের সদস্যরা ভোট কেন্দ্রের ভেতরে ও ভোট গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন।
×