ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সামগ্রিক পরিস্থিতি ভাল ॥ সিইসি

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্য অসত্য

প্রকাশিত: ০৫:৫১, ১৯ ডিসেম্বর ২০১৮

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্য অসত্য

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসি মাহবুব তালুকদারের এমন বক্তব্যকে অসত্য এবং ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে মাহবুব তালুকদার সত্য বলেননি। নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি ভাল আছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। ছোটখাটো কিছু সংঘাত হয়ে থাকে, সেটা তেমন বড় কিছু নয়। সেগুলো আবার স্থানীয়ভাবে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীই সমাধান করছে বলে উল্লেখ করেন। মঙ্গলবার রাঙ্গামাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নির্বাচনের সার্বিক লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুব তালুকদার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে। তবে তিনি উল্লেখ করেন এখনও আশাবাদী, সময় যেটুকু রয়েছে তাতে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে প্রতিশ্রুতি পালন করা সম্ভব। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাচনী তদন্ত কমিটির বিচারকদের আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা উচিত। সেনাবাহিনী মাঠে থাকলে আশাব্যঞ্জকভাবে পরিস্থিতি পাল্টে যাবে। তার এই বক্তব্যের একদিন পরই দ্বিমত পোষণ করে বক্তব্য দিলেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যান্ডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সফটওয়্যার’ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ইসি রফিকুল ইসলাম নির্বাচনে কেন্দ্র ও আসন ভিত্তিক ফলাফল প্রকাশে সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে তথ্য ও ফলাফল ব্যবস্থাপনা কাজে নিয়োজিতদের সতর্ক হয়ে সঠিক তথ্য দেয়া নিশ্চিত করতে হবে। কোন ধরনের ভুল তথ্য প্রচারিত হলে সংঘাত সৃষ্টি ও মানুষের আস্থা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সব মিলিয়ে ভোটের ফলাফল প্রকাশে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরী। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনে বিজিবি মোতায়েন সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি রফিকুল ইসলাম। এ সময় তিনি উল্লেখ করেন, জাতীয় ঐক্যফ্রন্টের সেনা মোতায়েনের দাবির প্রেক্ষিতে আগাম বিজিবি নামিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলোর শঙ্কা কাটানোর জন্যই এ সিদ্ধান্ত। ২২ ডিসেম্বর বিজিবি নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু শঙ্কা থাকায় আগাম নামানো হয়েছে। সেনা নামবে ২৪ ডিসেম্বর থেকে। তাদের যে প্রস্তুতি রয়েছে, তা সময়সাপেক্ষ। এখনই তাদের নামানো যাবে না। নির্বাচন কমিশনের নির্দেশে মাঠে বিজিবি নামানো হয়েছে উল্লেখ করেন। ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা ॥ এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠান উপলক্ষে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। ফলে এদিন দেশের সব অফিস আদালত বন্ধ থাকবে। মঙ্গলবার নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা জনপ্রসাশন সচিবকে পাঠনো হয়। চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে ইসির মতবিনিময় সভা ॥ এদিকে একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। এ সময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবকিছুই রয়েছে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে। দেশে উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে। এই উদ্দীপনাকে ভিত্তি করে প্রার্থীদের উচিত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। মাঠ পর্যায়ে সেনাবাহিনী নিয়োজিত হওয়ার পর অবস্থার আরও উন্নতি হবে ।
×