ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সমালোচনায় সাবেক এফবিআই প্রধান

প্রকাশিত: ০৩:৫৯, ১৯ ডিসেম্বর ২০১৮

ট্রাম্পের সমালোচনায় সাবেক এফবিআই প্রধান

এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি মিথ্যা বলা ও আইনের শাসন নস্যাতের জন্য সোমবার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবং প্রেসিডেন্টকে প্রতিরোধের জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপির। কমি মার্কিন সিনেটের প্রবেশ পথে রিপোর্টারদের বলেন, এফবিআইয়ের সুনাম অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার সহযোগীরা প্রতিষ্ঠানটি সম্পর্কে অনর্গল মিথ্যা বলে চলেছেন এবং ওই মিথ্যার মুখে প্রচুর সংখ্যক ভাল মানুষ বাজে কথাগুলো বিশ্বাস করছেন। তিনি বলেন, সিনেটের রিপাবলিকান সদস্যরা যারাই বিষয়টা জানেন তাদের মাহসের সঙ্গে এ মিথ্যা প্রতিরোধে এগিয়ে আসতে হবে এবং সত্য প্রকাশ করতে হবে। প্রেসিডেন্ট গত সপ্তাহে এফবিআই বিরোধী এক টুইটে অভিযোগ তুলে বলেন, তদন্ত প্রতিষ্ঠানটি তার সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন ও তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের তদন্তে ক্ষমতার অপব্যবহার করছে। তার এ টুইটের পরই কমি একথা বলেন। কোহেন ও ফ্লিন-দু’জনই বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এবং উভয়েই তাদের সাবেক বসের বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করেছেন। ফলে প্রেসিডেন্টের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে। ট্রাম্প শনিবার ট্ইুটে বলেন, এফবিআই এমন কিছু করেছে যা বিরোধী পক্ষের ওই তদন্ত শুরু হওয়ার আগ পর্যন্ত ছিল সম্পূর্ণভাবে অচিন্তনীয় ও অশ্রুত। তারা এক এ্যাটর্নির অফিসে বলপূর্বক প্রবেশ করেছেন। আসলে কোহেনের অফিসে অনুসন্ধান চালানের জন্য এফবিআইয়ের কাছে আদালতের নির্দেশ ছিল। ট্র্যাম্প ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি ২০১৬ সালের জানুয়ারিতে এফবিআইয়ের সঙ্গে এক সাক্ষাতকারে মিথ্যা বলায় কৌশলের আশ্রয় নিয়েছেন। ট্রাম্প এ মাসের প্রথম দিকে টুইটে বলেন, তাই জেনারেল মাইকেল ফ্লিনের ভবিষ্যত পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে এবং জেমস কমি গোপন বিষয় ফাঁস করতে বা মিথ্যা বলতে পারেন। কমি বলেছেন , ট্রাম্প যেখানে মিথ্যা বিবৃতি দিচ্ছেন তখন রাজনীতিবিদদের ও বিশেষ করে রিপাবলিকানদের বাকি নীরবতা ভাঙতে হবে। তিনি বলেন, রিপাবলিকানরা এখন একজন প্রেসিডেন্ট বিষয়ক কার্যাবলী। প্রেসিডেন্ট বিষয়ক কথা। আইনের শাসন-বিষয়ক ও সত্য সম্পৃক্ত বিষয়াবলী বুঝতে পেরেছেন। আজকে ওই রিপাবলিকানরা কোথায় তিনি বলেন, ফক্স নিউজের ভীতি, সেগুলোর ভিত্তির ভীতি। সঙ্কীর্ণ টুইটের ভীতির মুখোমুখি হয়ে কাউকে না কাউকে কোন এক সময় এদেশের মূল্যবোধের পক্ষে দাঁড়াতে হবে। তাদের অবসরে গিয়ে সটকে পড়লে চলবে না। তাদের সঠিক অবস্থান নিয়ে সত্য কথা বলতে হবে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের স্পর্শকাতর ইমেল অপব্যবহার তদন্তের তত্ত্বাবধানের ওপর দ্বিতীয়বারের রুদ্ধদ্বার কক্ষে সাক্ষাত দেয়ার পর কমি এ কথা বলেন। বিচার দফতর এক প্রাথমিক পর্যালোচনার পর বিষয়টা বন্ধ করে দিলেও ট্রাম্প ও রিপাবলিকানরা বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারের তদন্তের সঙ্গে রুশ তদন্তে সংঘাত থেকে কমিকে বাঁচানোর চেষ্টা করছেন।
×