ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০১:৩৮, ১৮ ডিসেম্বর ২০১৮

হিলিতে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হিলি সীমান্তে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার মধ্যেরাতে হিলি সীমান্তের ফকিরপাড়া ও রায়ভাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হিলির রায়ভাগ গ্রামের মজিবর রহমানের স্ত্রী রাহেলা বেগম (৩৫), হিলির লোহাচড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজু মিয়া (২৩)। বিজিবি হিলির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা জানান, সোমবার রাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় রাজু মিয়াকে আটক করে বিজিবি। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় শরীরের সঙ্গে আটকানো ২১ বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। অপরদিকে বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল ও একশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহেলা বেগমকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
×