ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে আরিফিন শুভ

প্রকাশিত: ০৮:০৮, ১৮ ডিসেম্বর ২০১৮

‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে আরিফিন শুভ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা এ্যাটাক টিমের দ্বিতীয় পুলিশ এ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক আরিফিন শুভ। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হচ্ছে এ নতুন চলচ্চিত্র। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং এ্যাকশন নির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। ‘মিশন এক্সট্রিম’ পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ’ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রে প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, দর্শক চাহিদার ওপর ভিত্তি করে চলচ্চিত্রটির গল্প বলার ধরন, এ্যাকশন দৃশ্য চিত্রায়ণ ও বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ প্রস্তুতিপর্ব প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে কলাকুশলী নির্বাচন পর্ব। ইতোমধ্যে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। তাকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, পেশাদার এবং সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। অত্যন্ত আকর্ষণীয় এই চরিত্রে তাকে যথাযথভাবে উপস্থাপনের জন্য বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে সব গুরুত্বপূর্ণ চরিত্র সুচারুভাবে উপস্থাপনের জন্যও নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। ’মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ’সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল পুলিশ ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, ত্যাগ, সাহসিকতা এবং সাফল্যের ওপর ভিত্তি করে অসংখ্য উপভোগ্যকর ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মিত হলেও বাংলাদেশে তা নগণ্য। তাই দর্শক চাহিদার ওপর ভিত্তি করে আমাদের দেশের স্পেশাল পুলিশ ফোর্স নিয়ে দ্বিতীয়বারের মতো এই চলচ্চিত্রটি নির্মিত হতে যাচ্ছে। চলচ্চিত্রের কাহিনীকার সানী সানোয়ার (পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ) পুলিশের স্পেশাল পুলিশ ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য। তিনি তার পেশাগত (বাস্তব) জীবনের কিছু অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রের কাহিনী লিখেছেন। উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম পুলিশ এ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ’ঢাকা এ্যাটাক’র কাহিনীকারও ছিলেন তিনি। চলচ্চিত্রটি ব্যাপকভাবে আলোচিত হয় এবং দর্শক কর্তৃক নন্দিত হয়। আর, ‘মিশন এক্সট্রিম’ হতে যাচ্ছে ‘ঢাকা এ্যাটাক’ টিমের দ্বিতীয় চলচ্চিত্র। ২০১৯ সালের মার্চ থেকে চলচ্চিত্রের শূটিং পর্ব শুরু হবে এবং আগামী বছরের কোন এক সময় চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে জানা গেছে। পরিচালক জানান, পরবর্তীতে চলচ্চিত্রটির অন্যান্য তথ্য এবং গুরুত্বপূর্ণ কলাকুশলীদের নাম পর্যায়ক্রমে জানানো হবে।
×