ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেইমারকে পেলের পরামর্শ

প্রকাশিত: ০৭:৪৬, ১৮ ডিসেম্বর ২০১৮

নেইমারকে পেলের পরামর্শ

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। অনেক আগেই ফুটবলকে বিদায় বলে দেয়া দেশটির এই কিংবদন্তি ফুটবলার এবার সতর্কবার্তা দিলেন নেইমারাকে। জানালেন, কিংবদন্তি হতে হলে নেইমারকে আরও বেশি গোল করার দিকে মনোযোগ দিতে হবে। সেইসঙ্গে কমিয়ে আনতে হবে ডাইভ। কেননা, সেরা ফুটবলার হওয়ার পথে এসব কৌশল তার বড় বাধা। এ প্রসঙ্গে ফ্রান্সের ক্যানাল প্লাসকে দেয়া এক সাক্ষাতকারে পেলে বলেন, ‘আমি আগে সবসময়ই বলতাম, সেরা ফুটবলার হবে নেইমার। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আসলে কী ঘটেছে? সে বিকল্প পথে আলোচনায় আসার চেষ্টা করছে। গোল না করে বরং বিভিন্ন ইঙ্গিতে যেমন ফাউলের অনুকরণ করে কিংবা রেফারির বিরুদ্ধে অভিযোগ করে। বরং এসব কারণে তার ভাবমূূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বিভিন্ন সময় একত্রিত হওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়েই কথা বলি। তবে নেইমারের মধ্যে বিশ্বসেরা হওয়ার সব যোগ্যতায় রয়েছে।’ বর্তমান বিশ্ব ফুটবলের সেরা তারকা নেইমার। পারিশ্রমিকের দিক দিয়েও ইতিহাসের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়। নেইমারকে বলা হয় ব্রাজিলের ভবিষ্যত কিংবদন্তি ফুটবলারও। সেজন্য অনেকেই মনে করেন নেইমার ভাল করলে সেটা গায়ে লাগে পেলের! প্রকৃতপক্ষে পেলে জানালেন তার উল্টো গল্প। এ প্রসঙ্গে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘মানুষ মনে করে আমি তার (নেইমার) কানের মধ্যে প্রায়ই বকবকানি করি। কিন্তু আমি এটা করি আসলে তার ভালর জন্যই। আমি সবসময় তার সেরাটাই কামনা করি। যেমনটা করি ব্রাজিলের জন্যও। তাকে সাহায্য করার জন্য আমি সবকিছুই করব। সত্যি কথা বলতে, একজন বাবা কখনও সমালোচনা করতে পারে না বরং বাবা তার সন্তানকে সবসময়ই শেখায়। সে আমাদের সন্তান। কেননা, সে সান্তোসের ছেলে হিসেবেই আমাদের কাছে বিবেচিত।’ ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার পেলে এ সময় নেইমারের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইরও প্রশংসা করেছেন। সেইসঙ্গে প্যারিস জায়ান্টরা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলবে বলেও মন্তব্য করেন পেলে। তিনি বলেন, ‘পিএসজি অসাধারণ একটা দল। আমার প্রত্যাশা, তারা সেরা খেলাটাই খেলবে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালেও জায়গা করে নেবে।’ তবে সেই পথটা কিন্তু মোটেও মসৃণ নয়। কেননা, সোমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুযায়ী টুর্নামেন্টের শেষ ষোলোতেই যে প্রতিপক্ষ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে পাচ্ছে নেইমার-এমবাপের পিএসজি। আজ বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনাল স্পোর্টস রিপোর্টার ॥ আজ মঙ্গলবার বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে। দুপুর দেড়টায় পুরুষ বিভাগে বিজিবি মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের। বিকেল ৩টায় মহিলা বিভাগে বিজেএমসি মোকাবেলা করবে বাংলাদেশ আনসারকে।
×