ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে ঢাকা কমার্স কলেজের আয়োজন

প্রকাশিত: ০৭:৪৫, ১৮ ডিসেম্বর ২০১৮

বিজয় দিবসে ঢাকা কমার্স কলেজের আয়োজন

স্পোর্টস রিপোর্টার ॥ বিজয় দিবসে নানারকম গ্রামীণ খেলার আয়োজন করে থাকে ঢাকা কমার্স কলেজ। হাডুডু, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, মোরগ লড়াই ও দড়িলাফের মতো লোকজ খেলাধুলা প্রতিযোগিতায় কলেজের ছাত্র-ছাত্রীরা একক ও দলীয়ভাবে খুশিমনেই অংশ নেন। রবিবার মোরগ লড়াইয়ে ইমরান প্রথম, কামরুল দ্বিতীয় ও ইরফান তৃতীয় হন। দড়িলাফে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে লামিয়া, হামিদা ও ফারজানা। প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর মোঃ শফিকুল ইসলাম, বিজয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক এসএম আলী আজম ও কলেজের শরীরচর্চা শিক্ষক ফয়েজ আহম্মেদ। বিওএ মহাসচিব শাহেদ রেজার সংবর্ধনা আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সর্বোচ্চ সম্মানজনক ‘এনক’ (এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল অলিম্পিক কমিটি) পদকপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশের কোন ক্রীড়া সংগঠকের জন্য একটি বিরল সম্মাননা। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এ উপলক্ষে সৈয়দ শাহেদ রেজাকে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে সংর্বধনা দেবে।
×