ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের নকআউট রাউন্ডের ড্র অনুষ্ঠিত

শেষ ষোলোতে লিভারপুল-বেয়ার্ন আগুন লড়াই

প্রকাশিত: ০৭:৪২, ১৮ ডিসেম্বর ২০১৮

শেষ ষোলোতে লিভারপুল-বেয়ার্ন আগুন লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে দেখা হয়ে যাচ্ছে ইংলিশ পরাশক্তি লিভারপুল ও জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখের। সোমবার সুইজারল্যান্ডের লিওনে দ্বিতীয় রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়। এতেই দু’দলের মুখোমুখি হওয়া নিশ্চিত হয়েছে। ড্র তে লিভারপুল-বেয়ার্ন ছাড়াও একে অপরের মুখোমুখি হবে শালকে জিরো ফোর-ম্যানচেস্টার সিটি, এ্যাটলেটিকো মাদ্রিদ-জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড-প্যারিস সেইন্ট জার্মেইন, টটেনহ্যাম হটস্পার-বরুসিয়া ডর্টমুন্ড, লিও-বার্সিলোনা, রোমা-পোর্তো ও আয়াক্স-রিয়াল মাদ্রিদ। গত আসরের রানার্সআপ লিভারপুল ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপোলিকে হারিয়ে পিএসজির পেছনে থেকে নকআউট পর্বে ওঠে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন জার্মানির বেয়ার্ন মিউনিখ। কঠিন প্রতিপক্ষ পেয়েছে দুইবারের শিরোপা জয়ী জুভেন্টাস। শেষ আটে খেলতে হলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের হারাতে হবে লড়াকু এ্যাটলেটিকোকে। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলো হবে ১২, ১৩ ও ১৯-২০ ফেব্রুয়ারি। আর ফিরতি লেগ হবে ৫, ৬ ও ১২-১৩ মার্চ। আগামী বছরের ১ জুন এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় হবে ফাইনাল মহারণ।
×