ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় বাস চাপায় এএসআই নিহত

প্রকাশিত: ০৭:৩৯, ১৮ ডিসেম্বর ২০১৮

আশুলিয়ায় বাস চাপায় এএসআই নিহত

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৭ ডিসেম্বর ॥ আশুলিয়ায় বাস চাপায় পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শাহ আলম নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা হাসপাতালে তার মৃতদেহ দেখতে যান। সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানীতে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহ আলম টাঙ্গাইলের কালিহাতী থানা এলাকার মুক্তিযোদ্ধা শামসুল হকের ছেলে। বছর দুয়েক ধরে আশুলিয়ায় সিটিএসবি‘তে কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ আশুলিয়ার কুরগাঁও এলাকায় বসবাস করতেন। জানা গেছে, এদিন দুপুরে পেশাগত কাজে মোটরসাইকেল করে আশুলিয়ার বাইপাইল থেকে জিরানী যাওয়ার পথে দ্রæতগামী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘাতক চালক ও বাস আটক করা সম্ভব হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন যাত্রী নিহত হয়েছে। সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হোসেন সরকার জানান, রাতে ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কৌশিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ের পরিচয় মিলেছে ॥ নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সোমবার দুপুরে সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও মেয়ের পরিচয় মিলেছে। এরা হলো- মোহসেনা খাতুন (২৫) ও কন্যা আসমাউল হোসনা ওরফে তাইফা (৮)। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্পোরাল পদে কর্মরত কাজী মাহমুদুল হাসান (৩৫) রাতে থানায় এসে স্ত্রী ও একমাত্র মেয়ের মৃতদেহ সনাক্ত করেন।
×