ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টম লাথামের বিশ্ব রেকর্ডে পিষ্ট শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৭:২১, ১৮ ডিসেম্বর ২০১৮

টম লাথামের বিশ্ব রেকর্ডে পিষ্ট শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬ সেঞ্চুরির মাত্র একটিকেই দেড় শ’ তে রূপ দিতে পেরেছিলেন টম লাথাম। নিউজিল্যান্ড ওপেনার তার সপ্তম সেঞ্চুরিটিকে কেবল ডাবল সেঞ্চুরিতেই পরিণত করেননি, গড়েছেন নতুন ইতিহাস। ক্যারিং থ্রু দ্য ইনিংস, অর্থাৎ আদ্যন্ত ব্যাটিংয়ে (ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত) টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছেন কিউই উইলোবাজ। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে তার দল নিউজিল্যান্ড যখন ৫৭৮ রানের পাহাড় গড়ে অলআউট লথাম তখনও অপরাজিত ২৬৪! ২৪৪*Ñ এ্যালিস্টার কুককে ছাড়িয়ে গড়েছেন নয়া নজির। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে সংগ্রহ ২০। প্রথম ইনিংসে সফরকারীরা অলআউট হয় ২৮২ রানে। লিড তো বহুদূরের পথ ইনিংস হার এড়াতেই আরও ২৭৬ রান চাই দিনেশ চান্দিমালদের। বেসিন রিজার্ভে সোমবার ২ উইকেটে ৩১১ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড শুরুতেই হারায় রস টেইলরকে। আগের দিন ফিফটি পাওয়া ব্যাটসম্যানকে দুর্দান্ত এক রিফ্লেক্স ক্যাচে ফিরিয়ে দেন দিমুথ করুনারতেœ। শুরুর ধাক্কা সামাল দিয়ে হেনরি নিকোলসের সঙ্গে শতরানের জুটিতে দলকে এগিয়ে নেন ল্যাথাম। ১০১ বলে ৬ চারে ৫০ রান করা নিকোলসকে ফিরিয়ে ১১৪ রানের জুটি ভাঙেন লাহিরু কুমারা। বাড়তি বাউন্সে স্বাগতিক ব্যাটসম্যানদের কিছুটা ভোগানো এই পেসার শূন্য রানে বিদায় করেন বিজে ওয়াটলিংকে। এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেয়া ল্যাথামের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন কলিন ডি গ্র্যান্ডহোম। এই অলরাউন্ডার ৫৩ বলে তিনটি করে ছক্কা-চারে করেন ৪৯ রান। ৪৯৯ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডি গ্র্যান্ডহোমের বিদায়ের পর প্রায় একার চেষ্টায় দলকে ৫৭৮ রান পর্যন্ত নিয়ে যান ল্যাথাম। আগের সেরা ১৭৭ ছাড়িয়ে বাঁহাতি এই ওপেনার অপরাজিত থাকেন ২৬৪ রানে। তার ৪৮৯ বলের ম্যারাথন ইনিংসটি গড়া ২১ চার ও এক ছক্কায়। ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘ক্যারিং ব্যাট থ্রু দ্য ইনিংস’ এর কীর্তি গড়েছিলেন কিংবদন্তি গ্লেন টার্নার। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অপরাজিত ছিলেন ৪৩ রানে। তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টনে আবার গড়েন এই কীর্তি। সেবার তিনি অপরাজিত ছিলেন ২২৩ রানে। ৪৬ বছর পর পেলেন সঙ্গী, তার পাশে বসলেন লাথাম। টার্নারের দুটি কীর্তিই ছিল দেশের বাইরে। লাথাম নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে করলেন দেশের মাটিতে। একটা জায়গায় সবার চেয়ে এগিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান। গড়েছেন আদ্যন্ত ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। ছাড়িয়ে গেছেন গত বছর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ২৪৪ রান করা ইংল্যান্ডের এ্যালিস্টার কুককে। প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ২০ রান। কুসল মেন্ডিস ৫ ও এ্যাঞ্জেলো ম্যাথুস ২ রানে ব্যাট করছেন। নিউজিল্যান্ডকে আবার ব্যাটিংয়ে পাঠাতে আরও ২৭৬ রান চাই তাদের। দানুশকা গুনাথিলাকাকে এলবিডব্লিউ করে প্রথম আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া টিম সাউদি তুলে নেন করুনারতেœ ও ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট। দিনের বাকি সময়টা কাটিয়ে দেন মেন্ডিস-ম্যাথুস। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২৮২/১০ (৯০ ওভার; গুনাথিলাকা ১, করুনারতেœ ৭৯, ধনাঞ্জয়া ১, কুসল ২, ম্যাথুস ৮৩, চান্দিমাল ৬, দিকওয়েলা ৮০*, দিলরুয়ান ১৬, লাকমল ৩, রাজিথা ২, কুমারা ০; বোল্ট ১/৮৩, সাউদি ৬/৬৮, ডি গ্র্যান্ডহোম ১/৩৫, ওয়েগনার ২/৭৫, প্যাটেল ০/১৪) ও দ্বিতীয় ইনিংস ২০/৩ (১২ ওভার; গুনাথিলাকা ৩, করুনারতেœ ১০, ডি সিলভা ০; মেন্ডিস ৫*, ম্যাথুস ২*; সাউদি ২/৭, বোল্ট ১/১২, ওয়েগনার ০/১) নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৫৭৮/১০ (১৫৭.৩ ওভার; রাভাল ৪১, লাথাম ২৬৪*, উইলিয়ামসন ৯১ টেইলর ৫০, নিকোলস ৫০, ওয়াটলিং ০, ডি গ্র্যান্ডহোম ৪৯, সাউদি ৬, ওয়াগনার ০, প্যাটেল ৬, বোল্ট ১১; লাকমল ১/৮৮, রাজিথা ০/১৪৪, ম্যাথুস ০/১, পেরেরা ২/১৫৬, কুমারা ৪/১২৭, ডি সিলভা ২/৫৪, গুনাথিলাকা ০/৩)। ** তৃতীয় দিন শেষে
×