ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষা উপকরণ প্রদান

প্রকাশিত: ০৭:১৪, ১৮ ডিসেম্বর ২০১৮

শিক্ষা উপকরণ প্রদান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ ডিসেম্বর ॥ উপজেলার ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১৩০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখা আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে সোমবার দুপুরে উপকরণ প্রদান করা হয়। দুদকের লেখা বিভিন্ন স্লোগান সংবলিত জ্যামিতি বক্স, স্কেল, খাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক বিধান চন্দ্র সিমলাই সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু। ১৭০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ১৭০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী। সভাপতিত্ব করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। ভারতীয় সহকারী হাইকমিশনার তার বক্তব্যে বলেন, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর জন্য বাঙালী জাতিকে চরম মূল্য দিতে হয়েছে। যুদ্ধে কয়েক হাজার ভারতীয় সৈন্যও হতাহত হয়েছে। ভারত সরকার বিপদগ্রস্ত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রীর বন্ধন রয়েছে। কোন অপশক্তি সে বন্ধন ছিন্ন করতে পারবে না।
×