ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পেপার ওয়ার্ল্ড ২০১৯ শুরু হচ্ছে ২৬ জানুয়ারি

প্রকাশিত: ০৭:০৭, ১৮ ডিসেম্বর ২০১৮

পেপার ওয়ার্ল্ড ২০১৯ শুরু হচ্ছে ২৬ জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২৬ থেকে ২৯ জানুয়ারি ২০১৯, বিশ্বের নেতৃস্থানীয় নির্মাতারা এবং উদ্ভাবনী স্টার্ট-আপগুলো আধুনিক অফিস এবং ব্যক্তিগত স্টেশনারি সেক্টরের জন্য ভবিষ্যত পরিকল্পনা কি হতে পারে তার সুন্দর উপস্থাপন করে। ২০১৮ এর এই প্রদর্শনীতে পৃথিবীর ৬৬টি দেশ থেকে ১,৬৪০ জন প্রদর্শক এই চারদিনের প্রদর্শনীতে তাদের পণ্যের উপস্থাপন করেছে। সর্বশেষ ট্রেন্ড থেকে নতুন পণ্যের অনুপ্রেরণা নিতে ৩৩ হাজারেরও বেশি বাণিজ্য দর্শক এই প্রদর্শনীতে আসেন। জানুয়ারি ২০১৮ এর এই প্রদর্শনীতে প্রদর্শক এবং দর্শনার্থী দুইয়েরই সংখ্যা বেড়েছে অনেক। স্টেশনারি অংশে পেপার ওয়ার্ল্ড এভাবেই তাদের অগ্রগামী অবস্থানটা শক্তিশালী করছে। কাগজ, অফিস সাপ্লাই এবং স্টেশনারি আইটেমের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি নতুন ধরনের হল বিন্যাসে তাদের ‘দর্শনীয় স্বপ্নদর্শী অফিস সামগ্রী’ এবং ‘নতুন স্টেশনারি ট্রেন্ড’ নিয়ে কাজ করছে। যার উদ্দেশ্য হলো নতুন বিস্তৃত পরিসরে পণ্য নিয়ে আদর্শ একটি পরিবেশে বাণিজ্য ক্রেতাদের সঙ্গে কাজ করা, যেন সুন্দরভাবে একটি নির্দিষ্ট বাজারের সংক্ষিপ্ত বিবরণ দেয়া যায়। একই সময়ে এই নতুন ব্যবস্থাটি সৃষ্টি করবে নতুন দৃষ্টিকোণের, যা নিত্য নতুন ধারণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা থেকে তৈরি হয় নতুন ব্যবসায়ের যোগাযোগেরও। বাংলাদেশ থেকে অংশগ্রহণ : ম্যাটাডর বলপেন ইন্ডাসট্রিজ পেপার ওয়ার্ল্ডে আবারও অংশ নিবে, লেখালেখি রসরঞ্জামসহ, স্কুলের সরঞ্জাম, জলরঙ এবং ডাস্টার রঙ এবং অন্যান্য অফিস সরঞ্জাম ইত্যাদি পণ্যের প্রদর্শনী করবে। যুক্তরাজ্যে গড় আয় বেড়েছে ৩ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রেক্সিটকে সামনে রেখে চলতি বছর যুক্তরাজ্যে সাপ্তাহিক গড় আয় বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। যা ২০০৮ সালের পর দেশটির সর্ব্বোচ্চ আয় ধরা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক জানায়, বছর ব্যবধানে দেশটির মজুরি বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ ও বোনাসসহ মজুরি বৃদ্ধি হয়েছে ১ দশমিক ১ শতাংশ। লন্ডনে এ্যামাজন ওয়ারহাইজের মতো প্রতিষ্ঠানের কর্মীদের মজুরি বৃদ্ধি পেয়েছে ২৮ শতাংশ ও অন্যান্য শহরে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। অর্থনীতিবিদরা বলছেন, বোনাস বেড়ে যাওয়ার কারণে অক্টোবরে শেষ প্রান্তিকে মজুরি সীমায় ব্যাপক বৃদ্ধি ঘটেছে।
×