ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার ঋণখেলাপী কৃষকরা পাচ্ছেন বিশেষ সুবিধা

প্রকাশিত: ০৭:০৭, ১৮ ডিসেম্বর ২০১৮

এবার ঋণখেলাপী কৃষকরা পাচ্ছেন বিশেষ সুবিধা

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্ব বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের খেলাপী ঋণ পুনর্তফসিল ও নতুন ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, স্বল্পমেয়াদী কৃষিঋণ পুনর্তফসিলের ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউন পেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করা যাবে। ক্ষেত্র বিশেষে বিনা ডাউন পেমেন্টেও এ ধরনের ঋণ পুনর্তফসিল করা যাবে। শুধু তাই নয়, ঋণ পুনর্তফসিলের পর পুনরায় নতুন করে কৃষকদের স্বল্পমেয়াদী কৃষিঋণ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। নতুন কোন জমা ছাড়াই পুনর্তফসিল পরবর্তী নতুন ঋণ প্রদান করতে হবে। এছাড়া মামলা চলাকালীন সময়ে গ্রাহকের স্বার্থে সমঝোতার মাধ্যমে সার্টিফিকেট মামলা উত্তোলন ও নিষ্পত্তিপূর্বক ঋণ পুনর্তফসিল করা যাবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এসব সুবিধা বলবৎ থাকবে। সার্কুলারে আরও বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিভিন্ন সময়ে বন্যা, খরা, জলোচ্ছাস, অতিবৃষ্টিসহ নানা কারণে দেশের কৃষকেরা ফসল উৎপাদন ও আহরণে সীমাহীন দুর্ভোগের শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিদ্যমান সার্কুলারের আওতায় ইতোপূর্বে যে সকল কৃষক ঋণ পুনর্তফসিলের সুবিধা গ্রহণ করেছেন তারা বর্ধিত সময়েও ঋণের অর্থ পরিশোধ করতে সক্ষম হচ্ছেন না। ফলে এ খাতের ঋণের একটি বড় অংশ পুনরায় শ্রেণীকৃত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ১৮ পার হলেই শিক্ষার্থীদের ব্যাংক হিসাব সঞ্চয় হিসাবে রূপান্তর অর্থনৈতিক রিপোর্টার ॥ স্কুল ব্যাংকিংয়ের আওতায় যে সকল শিক্ষার্থীদের বয়স ১৮ বছর পার হয়েছে তাদের হিসাব সাধারণ সঞ্চয়ী হিসাবে রুপান্তরে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এক সার্কুলারে এ নির্দেশ দেয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, স্কুল ব্যাংকিং হিসাবধারী যেসব শিক্ষার্থীর বয়স ১৮ বছর পার হয়েছে, তাদের স্কুল ব্যাংকিং হিসাব সম্মতিক্রমে অতিসত্বর সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তর করতে হবে।
×