ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আট মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৭:০৩, ১৮ ডিসেম্বর ২০১৮

শেয়ারবাজারে আট মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। চলতি মাসের প্রথম সপ্তাহের শেষ কার্যদিবস থেকে শেয়ারবাজারে পতন শুরু হয়। যা এখনও অব্যাহত রয়েছে। অর্থাৎ টানা ৭ দিন ধরে পতনে রয়েছে শেয়ারবাজার। টাকার পরিমাণে লেনদেনও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারের লেনদেন সাড়ে ৮ মাস বা ১৭৪ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্থায়ুচাপ বাড়ছে। আর এই কারণে বিনিয়োগকারীদের একটি অংশ হাতে থাকা যেসব শেয়ারের মুনাফা রয়েছে, তা তুলে নেয়ার চেষ্টা করছে। ফলে শেয়ার বিক্রির চাপ ক্রমশ বাড়ছে। তবে সোমবারে বেশি টাকার দরের শেয়ারের ওপর দিয়ে ঝড় বেশি গেছে। সোনালী আঁশ, ন্যাশনাল টি, নর্দান জুটের বেশিরভাগ সময়ই ক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। এছাড়া লিব্রা ইনফিউশন, এমএল ডাইং, কাট্টালি টেক্সটাইল, মুন্নু সিরামিক, জুট স্পিনার্সেরও শেয়ারের ক্রেতা ছিল না। এই সব কোম্পানি সার্কিটের সর্বোচ্চ দর হারিয়েছে। ডিএসইতে ৩১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ৮ মাস ১৯ দিন ১৭৪ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে চলতি বছরের ২৮ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭৭ কোটি টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২১২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ৫ ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমেছে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০১ ও ১৮৪২ পয়েন্টে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে ৬১টি বা ১৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৩১টি বা ৬৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি বা ১৪ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এদিন কোম্পানির ১০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা জেএমআই সিরিঞ্জের ৯ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে- ব্র্যাক ব্যাংক, আনলিমা ইয়ার্ন, খুলনা পাওয়ার, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি এবং গ্রামীণ ফোন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪২টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে মোট ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×