ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিখবিরোধী দাঙ্গা, কংগ্রেস নেতার যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৫৯, ১৮ ডিসেম্বর ২০১৮

শিখবিরোধী দাঙ্গা, কংগ্রেস নেতার যাবজ্জীবন

ভারতের দিল্লী হাইকোর্ট সোমবার শিখবিরোধী দাঙ্গার দায়ে কংগ্রেস নেতা সজ্জন কুমারকে যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে। এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে। জি নিউজ। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজধানী জুড়ে শিখবিরোধী দাঙ্গা শুরু হয়ে যায়। তাতে প্রায় তিন হাজার শিখ ধর্মালম্বী নিহত হন। এক শিখ পরিবারের পাঁচজনকে হত্যা করার অভিযোগ ছিল সজ্জন কুমারের বিরুদ্ধে। ওই মামলায় সম্প্রতি তাকে নির্দোষ বলে ঘোষণা করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করা হয় দিল্লী হাইকোর্টে। মামলার রায়েই যাবজ্জীবন হলো কংগ্রেসের এই নেতার। ওই পাঁচজনের হত্যা মামলা ফের আদালতে ওঠার পর বিপাকে পড়েন সজ্জন। চাম কৌর নামে এক নারী আদালতে সাক্ষ্য দেন ঘটনার দিন সজ্জন নিজে দাঁড়িয়ে থেকে জনতাকে উত্তেজিত করেছিলেন। ওই মামলায় তাকে সনাক্ত করেন শীলা কৌর নামে আরও এক নারী। মামলা চলাকালীন সময়ে গত মার্চ মাসে দিল্লী হাইকোর্টে একটি সিডি জমা পড়ে। সেখানে এক ভিডিওতে দেখা যায়, দাঙ্গায় জড়িত থাকার কথা স্বীকার করে নিচ্ছেন সজ্জন কুমার। গত ১৪ নবেম্বর শিখবিরোধী দাঙ্গায় দোষী সাব্যস্ত যশপাল সিং নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- দেয় আদালত। দক্ষিণ দিল্লীতে দুজন শিখকে খুনের অভিযোগ ছিল যশপাল সিংয়ের বিরুদ্ধে। নরেশ কুমার নামে আরও এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত হওয়ার পর যাবজ্জীবন কারাদ- দেয় আদালত। সরকারী হিসাবে, ১৯৮৪ সালে শিখবিরোধী দাঙ্গায় ভারতজুড়ে দুই হাজার আট শ’ শিখ নিহত হন। শুধু দিল্লীতেই খুন হন দুই হাজার এক শ’ জন।
×