ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ॥ রিয়াদ

মার্কিন সিনেটের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ ডিসেম্বর ২০১৮

মার্কিন সিনেটের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির

সৌদি আরব রবিবার ইয়েমেনে যুদ্ধে মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার জন্য সিনেটে পাস হওয়া প্রস্তাবকে অভ্যন্তরীণ হস্তক্ষেপ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে। অন্য এক প্রস্তাবে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকা-ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়। খবর এএফপির। আনুষ্ঠানিক এক বিবৃতিতে সৌদি প্রেস এজেন্সিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন সিনেটের সর্বশেষ অবস্থানকে এজন্য নিন্দা জানানো হচ্ছে যে, অযৌক্তিক অভিযোগের ভিত্তিকে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। যা অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করা হচ্ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে যে, রিয়াদ কখনও শাসকদের কোন অপমান সহ্য করবে না। মার্কিন সিনেটের এই অবস্থানটির মাধ্যমে সবাইকে ভুল বার্তা দেয়া হচ্ছে। যারা চাচ্ছেন সৌদি-মার্কিন সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। রিয়াদ আশা করে যে, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের মাধ্যমে কোনভাবে এড়ানো সম্ভব নয়। এই গুরুত্বপূর্ণ সম্পর্কের ওপর উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রবিবার খাশোগি হত্যাকা-ের একটি বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন। প্রস্তাবগুলো ব্যাপকভাবে প্রতীকী হলেও বৃহস্পতিবারের মার্কিন সিনেটে প্রস্তাব পাস করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে সতর্ক করে দেয়া হল। যিনি ইয়েমেন সংঘাত ও খাশোগি হত্যা নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ থাকা সত্ত্বেও সৌদি সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করে যাচ্ছেন। ইয়েমেনে সামরিক কর্মকা-ে প্রেসিডেন্টের বিশেষাধিকারকে আরও বিস্তৃতভাবে আক্রমণ করেছে সিনেট প্রস্তাব পাসের মাধ্যমে। ডেমোক্র্যাটদের ৪৯ সদস্যের সঙ্গে সাতটি রিপাবলিকান ভোট প্রস্তাবটির পক্ষে পড়ে। তিনজন রিপাবলিকান ভোট দানে বিরত থাকেন। অবশিষ্ট ভোটগুলো বিপক্ষে পড়ে। সিনেট অবশ্য সাংবাদিক খাশোগি হত্যার ব্যাপারেও একটি প্রস্তাবে অনুমোদন দেয়। যেখানে যুবরাজ বিন সালমানকে হত্যার জন্য দায়ী বলা হয়। সিনেট প্রস্তাবে মার্কিন-সৌদি সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে স্বীকার করা হয়েছে। তবে রিয়াদকে তার ক্রমবর্ধমান অস্পষ্ট বৈদেশিক নীতিতে মধ্যপন্থা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। জানুয়ারির আগে প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি নিয়ে কোন বিতর্ক করা যাবে না। এছাড়াও ট্রাম্প ওই প্রস্তাবে ভেটো দেয়ার ক্ষমতা রাখেন। তারপরও সিনেট প্রস্তাব হোয়াইট হাউস ও রিয়াদ উভয়ের ওপরই ক্ষুব্ধ হওয়ায় শক্তিশালী বার্তা দিচ্ছে। ওয়াশিংটন পোস্টের সৌদি কন্ট্রিবিউটর খাশোগিকে দুই অক্টোবর তুরস্কের ইস্তানবুলে অবস্থিত সৌদি আরবের কনস্যুলেটে প্রবেশ করার কিছুক্ষণ পরই হত্যা করা হয়। যাকে রিয়াদ দুর্বৃত্তসুলভ অভিযান বলে অভিহিত করেছে। এই হত্যার ঘটনাকে কেন্দ্র করে রিয়াদের আন্তর্জাতিক সুনাম ক্ষুণœ হয়েছে। পশ্চিমা দেশগুলো প্রায় ২০ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যাদের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা রয়েছে। ইয়েমেন যুদ্ধে মানুষের জীবন বিপন্ন হওয়ার জন্যও কংগ্রেসকে এই কঠোর অবস্থানে যেতে হলো। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলার জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যে হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সমর্থন রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০১৫ সালে জোট বাহিনীর হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় দশ হাজার লোক নিহত হয়েছে।
×