ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফের শাট ডাউনের ঝুঁকি নেবে ট্রাম্প প্রশাসন

দেয়াল তৈরি নিয়ে বিরোধ

প্রকাশিত: ০৬:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৮

দেয়াল তৈরি নিয়ে বিরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টেফেন মিলার রবিবার বলেছেন, ‘মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য আমরা সম্ভব সব কিছুই করব’। এই উদ্দেশ্যে অর্থায়নের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘শাট ডাউন’ বা সরকারী কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রখাতে রাজি আছেন। বিরোধী ডেমোক্র্যাটরা এক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন করতে অস্বীকার করেছে। গার্ডিয়ান। মিলার রবিবার সিবিএস টেলিভিশনের রাজনৈতিক টক শো ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বলেন, ‘সীমান্তে দেয়াল নির্মাণের জন্য আমরা সম্ভব সব কিছুই করব। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের জন্য এটি প্রয়োজন। এই মুহূর্তে মধ্যআমেরিকান কয়েকটি দেশের শরণার্থী মেক্সিকো সীমান্তের কাছে অবস্থান করছে। দারিদ্র্য ও সংঘাত থেকে বাঁচার জন্য তারা দীর্ঘপথ পার হয়ে সেখানে জড়ো হয়েছে। এদের প্রতি ইঙ্গিত করেই মিলার ওই মন্তব্য করেন। ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা মিলার ট্রাম্পের মতো কঠোর অভিবাসী বিরোধী। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের সময় থেকেই বলে এসেছেন নির্বাচিত হলে তিনি মেক্সিকো সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেয়াল নির্মাণ করবেন। সেখানে বর্তমানে যে বেড়া রয়েছে সে জায়গায় এ দেয়াল হবে। এর জন্য অর্থ অনুমোদন করতে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ ইচ্ছুক নয়। এক্ষেত্রে বাজেট অনুমোদনের জন্য শুক্রবার পর্যন্ত সময় রয়েছে ট্রাম্প প্রশাসনের হাতে। এই সময়ের মধ্যে ডেমোক্র্যাট বাজেট বরাদ্দ অনুমোদন না করলে শুকবার থেকে বন্ধ হয়ে যাবে সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজকর্ম। মিলার বলেন, সে রকম কিছু হলে তাই (শাট ডাউন) হবে। তিনি বলেন, ‘এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম দেশ কি না। আমাদের দেশে প্রবেশের নিয়ম ঠিক করে দেযার অধিকার আমাদের আছে কিনা। ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই বলে আসছেন যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের খরচের একটি অংশ তিনি মেক্সিকোর কাছ থেকে আদায় করবেন। কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার পর প্রায় দু’বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোন অগ্রগতি হয়নি। ডেমোক্র্যাটরা সবসময়ই অর্থ বরাদ্দ অনুমোদনের বিরোধিতা করেছে। গত সপ্তাহে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ন্যান্সি পেলোসি ও চাক শুমার ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে দেখা করেন। ট্রাম্প তাদের বলেন, কংগ্রেস যদি তার দাবি মতো ৫ বিলিয়নের কিছু বেশি পরিমাণ অর্থ বরাদ্দ না করে তবে শাট ডাউনের নির্দেশ দিতে ‘গৌরব’ বোধ করবেন। রবিবার এনবিসি টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করে শুমার বলেছেন, প্রেসিডেন্ট দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ পাবেন না। তিনি এবং পেলোসি বলেছেন তারা ১.৩ বিলিয়নের বেশি অর্থ কিছুতেই অনুমোদন করবেন না। এই অর্থ দেয়াল নির্মাণের জন্য নয় বরং বিদ্যমান বেড়া সংস্কার ও সীমান্ত বিষয়ক অন্যান্য খরচের জন্য। ডেমোক্র্যাট দলের অনড় অবস্থানে ক্ষোভ প্রকাশ করেছেন মিলার। তিনি ওই সাক্ষাতকারে বলেন, ডেমোক্র্যাটদের এখন দুটো বিকল্পের একটি বেছে নিতে হবে। হয় তারা আমেরিকার শ্রমজীবী শ্রেণীর পক্ষে থাকবে অথবা অবৈধ অভিবাসীদের পক্ষ নেবে। তারা একসঙ্গে দুটোকে বেছে নিতে পারবে না। মার্কিন কাস্টমস এ্যান্ড বর্ডার প্রটেকশনের চলতি সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় বর্তমান বছরে মেক্সিকো সীমান্তে অভিবাসন আবেদন ৬৭ শতাংশ বেড়েছে। কর্মকর্তারা জানান, বেশিরভাগ আবেদনই তারা গ্রহণ করছেন। এ বিষয়ে আইনী প্রক্রিয়া শেষে যোগ্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে।
×