ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুথ থেকে ইশারায় উঠবে টাকা

প্রকাশিত: ০৬:০১, ১৮ ডিসেম্বর ২০১৮

বুথ থেকে ইশারায় উঠবে টাকা

আপনাকে যদি প্রশ্ন করা হয়, এটিএম থেকে টাকা তুলতে গেলে কি করতে হবে? আপনি একবাক্যে বলবেন, কার্ড সোয়াইপ করে। তাহলে উত্তর হবে একদম ঠিক। কোন ভুল নেই এতে। কিন্তু জানেন কি? কার্ড ছাড়াও এটিএম বুথ থেকে টাকা তোলা যেতে পারে। অবাক হলেন বুঝি? টেকনোলজি এখন মানুষকে অনেক বেশি এ্যাডভান্স করে দিয়েছে। এখন আমরা সবাই সহজেই কাজ সেরে ফেলতে চাই। যার জন্য এটিএম থেকে কার্ড সোয়াইপ করে টাকা তোলার ঝামেলাও আর রাখেনি। এখন আপনি শুধু মেশিনের দিকে তাকিয়ে থাকলেই এটিএম থেকে টাকা বেরিয়ে আপনার হাতে চলে আসবে। ব্যাপারটা আশ্চর্যের মনে হলেও এটাই সত্যি। আগামী কয়েকমাসের মধ্যেই এভাবে এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ভাবছেন এভাবে হয়ত যে কেউ টাকা তুলে আপনার এ্যাকাউন্টের টাকা সব নিয়ে নিতে পারে! তবে বলে রাখি। এ রকম কোন কিছু হওয়ার সম্ভাবনা নেই। আসল কথাটা হলো, এটিএম মেশিনের বায়োমেট্রিক আই-পিস আপনার চোখের মণিকে স্ক্যান করে নেবে। তারপর আপনি যদি সেই নির্দিষ্ট ব্যক্তি হন, তখন আপনার কাছে টাকা বেরিয়ে আসবে। ফলে আর কোন কার্ড বা পিনের প্রয়োজন হবে না। এর ফলে কেউ কার্ড জালিয়াতির ঘটনাও ঘটাতে পারবে না। ভারতের চেন্নাইয়ে গ্রাহকদের জন্য এ ধরনের এটিএম পরিষেবা চালু করতে চলেছে একটি প্রাইভেট ব্যাংক। পরবর্তীতে দেশের অন্যত্রও এই পরিষেবা চালু করা হবে। -জিনিউজ
×