ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রেমিকের স্বপ্নপূরণে...

প্রকাশিত: ০৫:৫২, ১৮ ডিসেম্বর ২০১৮

প্রেমিকের স্বপ্নপূরণে...

‘লভ কে লিয়ে কুছ ভি করেগা’র ঈশ্বরণ নিবাস পরিচালিত এই ছবির কথা মনে আছে? যেখানে এক ধনী ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেছিলেন সমস্যা জর্জরিত ছোটখাটো এক ব্যবসায়ী। শ্বশুর জামাইকে পছন্দ করতেন না। সব সময় তাকে উপহাস করতেন। তাই শ্বশুরকে উচিত শিক্ষা দিতে তার মেয়েকেই কিডন্যাপের ফন্দি এঁটে ফেলেন জামাই। কিডন্যাপ করে শ্বশুরের কাছে এক কোটি টাকা মুক্তিপণও চান তিনি। গল্পটা এই নিয়েই। তবে বেঙ্গালুরুর এক তরুণীর ভালবাসার গল্প যেন ঈশ্বরণ নিবাসের ছবিকেও হার মানিয়েছে। বাস্তবের এই কাহিনীর পুরোটাই যেন একটা ‘ক্রাইম কমেডি’! এই কাহিনীর ‘হিরো’ কিন্তু ওই তরুণীই। ঘটনাচক্রে, বাস্তবের এই কাহিনীতে ওই তরুণীর বাবাও এক জন ধনী ব্যবসায়ী! তরুণীর নাম প্রিয়াঙ্কা পরসানা। বয়স ২০। চার্টার্ড এ্যাকাউন্ট্যান্সি নিয়ে পড়াশোনা করছেন। প্রাইভেট টিউশনে গিয়ে তার আলাপ হয় এয়ারপোর্ট রোডের গীত গুর্জারি সোসাইটির এক যুবক হেট শাহের সঙ্গে। হেটও একই বিষয় নিয়ে পড়াশোনা করছেন। গল্পের সূত্রপাত এখান থেকেই। হেট চার্টার্ড এ্যাকাউন্ট্যান্সি নিয়ে পড়লেও তার ইচ্ছা পাইলট হওয়ার। কিন্তু সেটা বাড়িতে জানাতে পারছিলেন না। তা ছাড়া পাইলটের ট্রেনিংয়ের জন্য ২০ লাখ রুপী প্রয়োজন। তাও বাড়িতে চাওয়ার মতো সাধ্য ছিল না তার। ইতোমধ্যেই হেট ও প্রিয়ঙ্কার প্রেম বেশ জমে উঠেছে। আর সেই সুযোগেই প্রেমিকার কাছে নিজের মনের কথাটা বলেন হেট। প্রেমিকের কথা যে তাকে রাখতেই হবে! কিন্তু প্রেমিককে পাইলট বানানোর জন্য এত টাকা কোথায় পাবেন? এই চিন্তায় বিভোর হয় পড়েন প্রিয়াঙ্কা। তখনই ফন্দিটা মাথায় আসে তার। টাকা যদি জোগাড় করতেই হয় তা হলে নিজের বাড়ি থেকেই করবে। সোজা পথে পাওয়া যাবে না জানতেন তিনি, তাই বাঁকা পথটাই ধরলেন। নিজের বাড়িতেই ডাকাতি করলেন প্রিয়াঙ্কা! হ্যাঁ, তেমনটাই করেছেন। সে দিন ছিল ২৯ নবেম্বর। প্রিয়ঙ্কার বোনকে বাইরে ঘুরতে গিয়েছিলেন তার মা। বাড়িতেই ছিলেন প্রিয়াঙ্কা। মোক্ষম সুযোগটাকে হাতছাড়া করতে চাইলেন না তিনি। আলমারি খুলে সোনার-রুপোর গয়না, নগদ টাকা একটা ব্যাগে পুরে নেন। তার পর বাড়ির ভেতরে ভাংচুর চালান। আলমারি ওলটপালট করে রাখেন। ঘরদোর অগোছালো করে দেন। যেন দেখলেই মনে হয় বাড়িতে ডাকাতি হয়েছে! প্ল্যান সাকসেসফুল! দুপুর দেড়টা নাগাদ ঘর থেকে বেরিয়ে যান তিনি। আড়াইটের দিকে তার বাবা বাড়িতে ফিরেই চমকে ওঠেন। দেখেন ঘরদোর ওলটপালট হয়ে রয়েছে। সে সময় বাড়িতে প্রিয়াঙ্কা না থাকায় তিনি ধরেই নেন যে বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশে ও বিষয়ে একটা অভিযোগ দায়ের করেন। কিন্তু শর্ষের মধ্যেই যে ভূত লুকিয়ে সেটা ঘুণাক্ষরেও টের পাননি। ১ ডিসেম্বর প্রিয়াঙ্কার মা বাড়িতে ফিরলে সোনাদানা খোওয়া যাওয়ার বিষয়টিও সামনে আসে। তদন্তে নেমে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররাও চমকে ওঠেন। তারা সব খতিয়ে দেখে বুঝতে পারেন, বাইরের কেউ নয়, চোর ওই ঘরেরই কেউ। তদন্ত আরও এগোলে বিষয়টা আরও স্পষ্ট হয়। তারপর তদন্তকারীদের হাতে উঠে আসে আসল কাহিনী। তারা জানিয়ে দেন, বাইরের কেউ নয়, চুরি করেছেন প্রিয়াঙ্কাই! কথাটা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না প্রিয়াঙ্কার বাবা-মা। তদন্তকারীরা জানান, সন্দেহটা হয় কয়েকটা বিষয় দেখে। প্রথমত, বাইরের কেউ ডাকাতি করলে দরজা বা তালা ভাঙ্গা থাকত। এ ক্ষেত্রে সে রকম জোর করে ঢোকার চিহ্ন পাওয়া যায়নি। দ্বিতীয়ত, আলমারি ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছিল। তদন্তকারীরা জানান, ৩ কেজি সোনা, ২ কেজি রোপা এবং নগদ ৬৪ হাজার টাকা চুরি করেছিলেন প্রিয়াঙ্কা। সব মিলিয়ে এর মূল্য প্রায় এক কোটি টাকা। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। প্রিয়াঙ্কাকে জেরা করতেই অসংলগ্ন কথা বলতে থাকেন তিনি। তখনই সন্দেহটা আরও গাঢ় হয় তাদের। রাজকোট পুলিশ কমিশনার মনোজ আগরওয়াল জানান, জেরায় প্রিয়াঙ্কা জানিয়েছেন, তার প্রেমিকের স্বপ্নপূরণ করতেই এ কাজ করেছেন তিনি! হেটের বাড়িতেও হানা দেয় পুলিশ। সেখান থেকেই গয়না ও টাকা উদ্ধার হয়। হেট পুলিশকে জানিয়েছেন, তিনি এবং প্রিয়াঙ্কা ডাকাতির ফন্দি এঁটেছিলেন। -আনন্দবাজার পত্রিকা অনলাইন
×