ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গণসংযোগে হামলা ও সংঘর্ষে আহত এক শ’ ॥ নৌকার প্রচার গাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৫:৪৮, ১৮ ডিসেম্বর ২০১৮

গণসংযোগে হামলা ও সংঘর্ষে আহত এক শ’ ॥ নৌকার প্রচার গাড়ি ভাংচুর

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্নস্থানে নির্বাচনী সহিংসতা চলছেই। ঢাকা-২ আসনে গণসংযোগে প্রতিপক্ষের হামলা এবং আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে ৪০ জন আহত, কক্সবাজারের উখিয়ায় নৌকা প্রতীকের প্রচার গাড়ি ভাংচুর, ফরিদপুরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ নেতাকর্মী জখম, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পোস্টার ছেঁড়া নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত এবং বরিশালে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের সংঘর্ষে সাংবাদিকসহ ২২ জন আহত হয়েছে। রবিবার গভীর রাতে এবং সোমবার দিনভর এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, কেরানীগঞ্জে ঢাকা-২ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমানের নির্বাচনী গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১০টায় সাভারের আমিনবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আহত ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইরফান ইবনে আমান। তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় তিনি সোমবার দুপুরে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন। কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের সহ-সভাপতি এমএ অভি জানান, সোমবার সকালে নেতাকর্মীদের নিয়ে আমিনবাজার এলাকায় ভোট চাইতে যান ব্যারিস্টার ইরফান ইবনে আমান ও তার মা সাবেরা আমান। গণসংযোগের এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। কক্সবাজার ॥ উখিয়ার জালিয়াপালং ইনানীর চারা বটতলী এলাকায় নৌকা প্রতীকের প্রচার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থী শাহীন আকতার। সোমবার সন্ধ্যায় নৌকা প্রতীকের প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা এ ভাংচুর চালায়। জালিয়াপালং ইউনিয়ন ছাত্রদল নেতা শামসুল আলমের পুত্র রুবেল উদ্দিন ও মোজাফফর আহমদের পুত্র ইয়াছিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুর ॥ ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী বাজারে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে। এতে দুই পক্ষের ৩০ নেতাকর্মী আহত হয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর এই দুই পক্ষ ভাঙ্গায় সংঘর্ষে লিপ্ত হয়। এই আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ। সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। ঠাকুরগাঁও ॥ সদর উপজেলা রহিমানপুর মাদারগঞ্জ এলাকায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র এক সংঘর্ষে সেচ্ছাসেবক দলের নেতাসহ পাঁচজন আহত হয়েছে। রবিবার রাত ৮টায় সংঘর্ষের এ ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম পরাগসহ দুইজনকে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বরিশাল ॥ বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থীর গাড়ি বহরে সোমবার দুপুরে হামালার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
×