ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এলোমেলো রিয়ালের স্বস্তির জয়

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৮

 এলোমেলো রিয়ালের স্বস্তির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো দলছুট হওয়ার পর বেসামাল হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। মাঝে মধ্যে বিক্ষিপ্ত সাফল্য পেলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। যার প্রমাণ মিললো স্প্যানিশ লা লিগার সর্বশেষ দুই ম্যাচে কোনরকমে জিতে। শনিবার রাতে ১৬তম রাউন্ডের ম্যাচে দুর্বল প্রতিপক্ষ রায়ো ভায়েকানোকে ১-০ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে থাকলেও বেশ এলোমেলো লেগেছে সান্টিয়াগো সোলারির দলকে। স্বস্তির জয়ে জয়সূচক গোলটি করেন ফরাসী ফরোয়ার্ড করিম বেনজেমা। এই সান্টিয়াগো বার্নাব্যুতেই দিনকয়েক আগে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে সিএসকেএ মস্কোর কাছে উড়ে গিয়েছিল রিয়াল। এ জয়ে সে দুঃস্বপ্নটা কিছুটা হলেও ঘুচল তাদের। ১৬ ম্যাচে ৯টি জয় ও ২টি ড্রয়ে রিয়ালের সংগ্রহ ২৯ পয়েন্ট। অবস্থান আপাতত তৃতীয়। গতরাতেই হয়তো তাদের চারে নেমে যেতে হয়েছে। রবিবার রাতের ম্যাচের আগে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল বার্সিলোনা। ঘরের মাঠে ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। গোলে দারুণ অবদান রাখেন লুকাস ভাসকেস। ডি বক্সের মধ্যে বেনজেমাকে নিখুঁত এক পাস দেন তিনি। বল ধরে দারুণ কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এ ফরাসী তারকা। চলতি লীগে এটা তার ষষ্ঠ গোল। এরপরও গোল করার বেশ কিছু সুযোগ পেয়েছিল রিয়াল। ১৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও তার গায়ে মারেন মার্কো এ্যাসেনসিও। ৩৫ মিনিটে টনি ক্রুসের দূরপাল্লার শট বারপোস্টে লেগে ফিরে আসে। ৫০ মিনিটে আবারও গোলরক্ষককে একা পেয়ে তার বরাবর শট নেন এ্যাসেনসিও। তবে গোল পেতে পারতো ভায়েকানোও। যোগ করা সময়ে গোলরক্ষক থিবো কোর্তোয়া দুইবার হতাশ করেন তাদের। আলেক্স আলেগরিয়ার বাইসাইকেল কিক ঠেকানোর পর ফিরতি বলে এমিলিয়ানোর শটও ঠেকিয়ে দেন এ বেলজিয়ান। কষ্টার্জিত জয় শেষে রিয়াল কোচ সোলারি বলেন, আমরা ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছিলাম। তবে আমাদের আরও নিয়ন্ত্রণ রাখা উচিত ছিল। তবে দলের সবাই ভাল খেলেছে। আমরা এ নিয়ে কাজ করছি। আমি চেষ্টা করছি ভুল না করতে এবং সঠিক বদল আনতে। অবশ্যই এটা করব। এদিকে খবর রটেছে, তারকা মিডফিল্ডার লুকা মডরিচ নাকি রিয়াল ছাড়তে পারে। এমন খবরের পর শোনা যাচ্ছে, বছরজুড়ে দারুণ পারফর্ম করা ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়কে ধরে রাখতে মরিয়া রিয়াল। ২০১২ সালে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে নাম লেখানো মডরিচকে কিনতে চাইলে রিলিজ ক্লজের ৭৫ কোটি ইউরো গুনতে হবে বলে জানা যায়। তবে মডরিচ নাকি মেয়াদ শেষ না করে রিয়াল ছাড়বেন না। আরেক খবরে জানা গেছে, মডরিচ নাকি চটেছেন মেসি ও রোনাল্ডোর ওপর। বিশেষ করে ব্যালন ডি’অর অনুষ্ঠানে না আসার সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে মডরিচ বলেন, আমি আসলে জানি না তারা কেন এই অনুষ্ঠানগুলোতে আসে না। তাদের ইচ্ছা, তারা আসে না। মনে হয় তারা যখন এই পুরস্কার জেতে, তখনই খালি এই পুরস্কার দুটির দাম আছে, তা ছাড়া নেই। এটা ঠিক নয়। যারা ১০ বছর ধরে আপনাদের সেরা খেলোয়াড় বানাল, সেসব সতীর্থ, খেলোয়াড়, সাংবাদিক, কোচ, ম্যানেজার, ফুটবল সংশ্লিষ্ট সবার কাছেই ব্যাপারটা (পুরস্কার প্রদান অনুষ্ঠানে না আসা) অবমাননাকর। ক্রোয়েশিয়ান অধিনায়ক বলেন, আমি আবারও বলছি, আসা না-আসা সম্পূর্ণ তাদের বিবেচনা, তাদের কাছে হয়তো মনে হয়েছে না আসাটাই যথার্থ। এ পুরস্কারগুলো মূলত এক মৌসুমের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে দেয়া হয়ে থাকে। আর এটাও সত্যি যে গত এক মৌসুমের পারফর্মেন্সের কথা মাথায় রেখেই বিশ্বব্যাপী সব খেলোয়াড়, কোচ, সাংবাদিক এই পুরস্কারের জন্য ভোট দিয়েছেন। নাকি তারা (মেসি-রোনাল্ডো) বলতে চায়, তারা সবাই (সাংবাদিক, খেলোয়াড়, কোচ) একসঙ্গে ভুল মানুষকে ভোট দিয়েছে। পুরস্কারটা শুধু কোন খেলোয়াড়ের দক্ষতার ওপর দেয়া হয় না। সেটা হলে ভোটাভুটি বাদ দিয়ে ফুটবলের সব পুরস্কার ভাগাভাগি করে শুধু মেসি-রোনাল্ডোর কপালেই জুটত।
×