ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্থ টেস্ট

কোহলি-কীর্তির পরও স্বস্তিতে নেই ভারত

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৮

  কোহলি-কীর্তির পরও স্বস্তিতে নেই ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ বিরাট কোহলি দ্য রান মেশিন। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে দল জিতলেও ব্যক্তিগত নৈপুণ্যে ছিলেন কিছুটা ম্লান। পার্থে জ্বলে উঠেছেন সুপার উইলোবাজ। টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। স্যার ডন ব্রাডম্যানের দেশেই পেছনে ফেলেছেন সাবেক অসি-কিংবদন্তিকে। তার ১২৩ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ২৮৩ রান করে ভারত। তবে স্বস্তিতে নেই সফরকারীরা। কারণ প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট অস্ট্রেলিয়া তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে তুলে নিয়েছে ১৩২ রান। সবমিলিয়ে লিড ১৭৫। ক্রিজে অভিজ্ঞ উসমান খাজা (৪১*) ও অধিনায়ক টিম পেইন (৮*)। এ্যাডিলেডে নাটকীয় জয়ে চার ম্যাচের আলোচিত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে কোহলির ভারত। পেইন-খাজার জুটির ওপর অনেক কিছুই নির্ভর করছে। ভারতের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেয়া। ২৫০ রানের মধ্যে লক্ষ্য পেলে কাজটা অন্তত খুব কঠিন হবে না তাদের জন্য। কিন্তু পেইন ও খাজা আজ দাঁড়িয়ে গেলে লক্ষ্যটা তিন শ’র ওপাশে যাওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে চাপে থাকবে সফরকারীরা। ৩ উইকেটে ১৭২ রান নিয়ে রবিবার দিনের খেলা শুরু করে সফরকারীরা। ৮২ রান নিয়ে নামা কোহলি পান ২৫তম সেঞ্চুরি। প্যাট কামিন্সের বলে হ্যান্ডসকমের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৫৭ বলে ১৩ চার ও ১ ছক্কায় খেলেন ১২৩ রানের মনোমুগ্ধকর ইনিংস। সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে (৫১) ফেরেন নামের পাশে কোন রান যোগ না করেই। হনুমা বিহারি (২০) ও ঋষভ পন্থ (৩৬) ছাড়া টেল-এন্ডে আর কেউ সুবিধা করতে পারেননি। টেস্টে কোহলির ২৫ সেঞ্চুরি হয়ে গেল তার ১২৭ ইনিংসেই। ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকরের ২৫ সেঞ্চুরি করতে লেগেছিল ১৩০ ইনিংস। টেস্টে আরও অনেক ব্যাটিং রেকর্ডের মতো এই রেকর্ডেও বিস্ময়কর ব্যবধানে সবার ওপরে ব্র্যাডম্যান। ২৫ টেস্ট সেঞ্চুরি করতে অস্ট্রেলিয়ান কিংবদন্তির লেগেছিল মোটে ৬৮ ইনিংস। অর্থাৎ রেকর্ডে কোহলির অবস্থা দ্বিতীয়। শুধু তাই নয়। এই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার মাটিতে ৬টি সেঞ্চুরি হয়ে গেল কোহলির। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ায় ৬টি সেঞ্চুরি ছিল শচীনেরও। বর্ণাঢ্য ক্যারিয়ারে অস্ট্রেলিয়ায় ২০ টেস্টে ৩৮ ইনিংস খেলেছেন শচীন। কোহলি তার সেঞ্চুরির সংখ্যা ছুঁয়ে ফেললেন মাত্র ১০ টেস্ট আর ১৯ ইনিংসেই। সর্বোপরি সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা জ্যাক হবসের। ৪৫ ইনিংসে ইংলিশ কিংবদন্তির সেঞ্চুরি ৯টি। অস্ট্রেলিয়ায় ৩৫ ইনিংসে ৭ সেঞ্চুরি করেছেন আরেক ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ড। এই সেঞ্চুরিতে আরেকটি তালিকাতেও কোহলি উঠে এসেছেন এককভাবে দুইয়ে। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে অধিনায়ক কোহলির এটি ৩৪তম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় পেছনে ফেলেছেন ৩৩ সেঞ্চুরি করা গ্রায়েম স্মিথকে। ৩৬৮ ইনিংসে ৩৩ সেঞ্চুরি ছিল স্মিথের। কোহলি ছাড়িয়ে গেলেন ১৪৫ ইনিংসেই। ৩৭৬ ইনিংসে ৪১ সেঞ্চুরিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা রিকি পন্টিংয়ের। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ৩২৬/১০ (১০৮.৩ ওভার; হ্যারিস ৭০, ফিঞ্চ ৫০, খাজা ৫, মার্শ ৪৫, হ্যান্ডসকম ৭, হেড ৫৮, পেইন ৩৮, কামিন্স ১৯, স্টার্ক ৬, লেয়ন ৯*, হ্যাজলউড ০; ইশান্ত ৪/৪১, বুমরাহ ২/৫৩, উমেশ ২/৭২, শামি ০/৮০, বিহারি ২/৫৩, বিজয় ০/১০) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৩২/৪ (৪৮ ওভার; হ্যারিস ২০, ফিঞ্চ আহত অবসর ২৫, খাজা ৪১*, মার্শ ৫, হ্যান্ডসকম ১৩, হেড ১৯, পেইন ৮*; ইশান্ত ১/৩৩, বুমরাহ ১/২৫, শামি ২/২৩, উমেশ ০/৩৯, বিহারি ০/১১)। ভারত প্রথম ইনিংস ॥ ২৮৩/১০ (১০৫.৫ ওভার; রাহুল ২, বিজয় ০, পুজারা ২৪, কোহলি ১২৩, রাহানে ৫১, বিহারি ২০, পন্থ ৩৬, শামি ০, ইশান্ত ১, উমেশ ৪*, বুমরাহ ৪; স্টার্ক ২/৭৯, হ্যাজলউড ২/৬৬, কামিন্স ১/৬০, লেয়ন ৫/৬৭)। ** তৃতীয়দিন শেষে
×