ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন গ্র্যান্ডমাস্টার দেখতে চান তরফদার মোহাম্মদ রুহুল আমিন

প্রিমিয়ার দাবা লীগে সাইফ স্পোর্টিং অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৪৫, ১৭ ডিসেম্বর ২০১৮

 প্রিমিয়ার দাবা লীগে সাইফ স্পোর্টিং অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টাস রিপোর্টার ॥ প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে সাইফ স্পোর্টিং ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। সাইফ স্পোর্টিং ১০ খেলাায় পূর্ণ ২০ পয়েন্ট নিয়ে শিরোপা জয় করে। গতকাল এনএসসি টাওয়ার অডিটরিয়াম লাউঞ্জে একদশ বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। এটি প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে সাইফ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় শিরোপা। ২০১৬ সালে সাইফ স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে চ্যাম্পিয়ন হয়েছিল। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে এবারের লীগে অংশ নেন বেলেরুশের গ্র্যান্ডমাস্টার কোভালেভ ভাদিশ্লাভ, আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার এলতাজ সাফারলি, গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ১০ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। নৌবাহিনীর পক্ষে অংশগ্রহণ করেন ক্যান্ডিডেট মাস্টার এস এম স্মরণ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন। গোল্ডেন স্পোর্টিং ক্লাব ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে। গোল্ডেন স্পোর্টিং ক্লাবের পক্ষে অংশ নেন মোহাম্মদ আমির আলী রানা, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অর্ঘ্যদীপ দাস, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, তাহসিন তাজওয়ার জিয়া, ভারতীয় অরণ্যক ঘোঘ ও মোঃ মাসুম রাহী। ১৩ পয়েন্ট নিয়ে শেখ রাসেল চেস ক্লাব চতুর্থ, ১২ পয়েন্ট নিয়ে ইসফট এরিনা চেস ক্লাব পঞ্চম, ১১ পয়েন্ট নিয়ে সোনারগাঁও চেস ক্লাব ষষ্ঠ, ৯ পয়েন্ট নিয়ে তিতাস সপ্তম, ৭ পয়েন্ট নিয়ে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব অষ্টম, ৬ পয়েন্ট নিয়ে একসেস চেস ক্লাব নবম, ৩ পয়েন্ট নিয়ে সুলতানা কামাল স্মৃতি পাঠাগার দশম হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাব কোন ম্যাচ পয়েন্ট না পেয়ে একাদশ হয়। খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব একলক্ষ টাকা অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল, রানার্সআপ বাংলাদেশ নৌবাহিনী ষাট হাজার টাকা, ট্রফি ও মেডেল এবং তৃতীয় গোল্ডেন স্পোর্টিং ক্লাব চল্লিশ হাজার টাকা, ট্রফি ও মেডেল লাভ করে। গ্র্যান্ডমাস্টারের খরা ভাঙ্গতে মিনহাজউদ্দিন আহমেদ সাগরের উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মোহাম্মদ রুহুল আমিন। গতকাল রবিবার এসএ গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই ঘোষণা দেন তিনি। এছাড়া আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনের প্রতিভাবান দাবাড়ু ফাহাদ রহমানকেও বিদেশে পাঠানোর ঘোষণা দেন। প্রধান অতিথির বক্তব্যে তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, দাবা ফেডারেশনের বর্তমান কমিটি বর্ষপঞ্জি পূর্ণ করেছে। এটি একটি বড় সাফল্য। এছাড়া তরুণ দাবাড়ুদের প্রশিক্ষণের মাধ্যমে উঁচু থেকে নিচু পর্যায়ের মধ্যে যে মানের ব্যবধান তা কমিয়ে এনেছে। অচিরেই দেশে নতুন গ্র্যান্ডমাস্টার তৈরির নতুন পরিকল্পনা নেয়া হবে। কারণ প্রতিভাবান একঝাঁক দাবাড়ু ইতোমধ্যেই দাবা অঙ্গনে তাদের প্রতিভার ঝলক রেখেছে। দাবা ফেডারেশন বাংলাদেশের দাবাকে আরও উঁচুতে নেবার জন্য চেষ্টা করে যাচ্ছে।
×