ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুভেন্টাস, রোনাল্ডোর গৌরবময় রেকর্ড

প্রকাশিত: ০৬:৪৪, ১৭ ডিসেম্বর ২০১৮

 জুভেন্টাস, রোনাল্ডোর গৌরবময় রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে জুভেন্টাস। আসরের বর্তমান চ্যাম্পিয়নরা শনিবার রাতে ১৬তম রাউন্ডের ম্যাচে স্বাগতিক টোরিনোকে হারিয়েছে ১-০ গোলে। তুরিন ডার্বিখ্যাত এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের এই গোলেই আরেকটি গৌরবময় রেকর্ডের অংশীদার হয়েছে তুরিনের ওল্ডলেডিরা। অর্থাৎ ইউরোপের শীর্ষ পাঁচ লীগে মৌসুমের প্রথম ১৬ ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়েছে টানা সাতবারের সিরি’এ চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, দারুণ রেকর্ড গড়েছেন সিআর সেভেনও। এ জয়ে ১৬ ম্যাচে ১৫টি জয় ও একটি ড্রয়ে জুভেন্টাসের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা নেপোলির সংগ্রহ ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট। আরেক ম্যাচে উদিনেসকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ম্যাচে জয় পেতে অবশ্য জুভেন্টাসকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। পার্থক্য গড়ে দেয়া ম্যাচের একমাত্র গোলটি আসে ৭০ মিনিটে। টোরিনোর সিমোনে জাজার ভুলপাস থেকে বল নিয়ন্ত্রণে নিতে যান মারিও মানজুকিচ। কিন্তু তাকে গোলরক্ষক সালভাটোর ইচাজো ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন রোনাল্ডো। ফলে এবারের আসরে সর্বোচ্চ ১১ গোল দিয়ে জোনোয়ার ফরোয়ার্ড পিয়াটেককে স্পর্শ করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। এই এক গোলে আরেকটি মর্যাদার রেকর্ডের মালিক হয়েছেন রোনাল্ডো। স্প্যানিশ আদালতে কর ফাঁকি মামলার সাক্ষী দিতে যাওয়ার আগে তাই উজ্জীবিতই থাকছেন সিআর সেভেন। জয়সূচক গোলের মাধ্যমে সিরি’এতে জুভেন্টাসের জার্সিতে ৫০০০তম গোলটি করেছেন পর্তুগীজ তারকা। ডার্বিতে গোল করতে পারলেই ম্যানচেস্টার ডার্বি, মাদ্রিদ ডার্বি ও তুরিন ডার্বিÑ তিন ডার্বিতে গোল করা অনন্য এক খেলোয়াড় হওয়ার সুযোগের হাতছানি নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। সুবর্ণ সুযোগটি হাতছাড়া করেননি পাঁচবারের ফিফাসেরা তারকা। রেকর্ড গোল করার পর ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। গোল করে বল নিতে এগিয়ে যান। কিন্তু সেটি করতে গিয়ে অহেতুক ধাক্কা মেরে বসেন ইজাচোকে। এ জন্য হলুদ কার্ড দেখতে হয় তাকে। এ গোলের আগ পর্যন্ত জুভেন্টাস সিরি’এ লীগে মোট ৪৯৯৯ গোল করেছিল। ম্যাচে যে প্রথম গোল করতেন, তিনিই হতেন সিরি’এতে জুভেন্টাসের হয়ে ৫০০০তম গোলদাতা। গৌরবময় এই রেকর্ডের মালিক হয়েছেন সুদর্শন সুপারস্টার। জয়সূচক গোলের আগে বেশ কিছু সহজ সুযোগ পায় অতিথি জুভেন্টাস। ১৬ মিনিটে রোনাল্ডোর ভলি ঝাঁপিয়ে রক্ষা করেন গোলরক্ষক সালভাটোরে। তবে সে বল ধরতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন এ গোলরক্ষক। এরপর ৫৫ মিনিটে ফাঁকায় গোলরক্ষককে একা পেয়েও গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন মাতুইদি। ন্যূনতম জয়ের কারণটা অবশ্য প্রতিপক্ষের বেশি ফাউল করাকে দিয়েছেন জুভ কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। ম্যাচ শেষে তিনি বলেন, আমাদের প্রথমার্ধেই এগিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমরা সে সুযোগ কাজে লাগাতে ধৈর্য ধরতে পারিনি। এছাড়াও তাদের মারদাঙ্গা মেজাজের কারণে আমরা এগিয়ে যেতে পারিনি। আমাদের খুব বেশি ঝুঁকি নেয়ার সুযোগ ছিল না। ম্যাচের জয়সূচক গোলদাতা রোনাল্ডোর প্রশংসা করে এ্যালেগ্রি বলেন, রোনাল্ডো দারুণ পেশাদার একজন খেলোয়াড়। সে খুঁটিনাটির ওপরও নজর রাখে। তাই সে সবসময় ফিট থাকে। কিন্তু আমি ইতোমধ্যে তাকে বলেছি যে রোমা, আটালান্টা বা স্যাম্পদোরিয়ার বিপক্ষে আমাদের পরের তিন ম্যাচের যে কোন একটিতে সে দলের বাইরে থাকবে।
×