ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ শুরু আজ

এবার ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ?

প্রকাশিত: ০৬:৪৩, ১৭ ডিসেম্বর ২০১৮

এবার ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ?

মিথুন আশরাফ ॥ টেস্ট, ওয়ানডে, টি২০ মিলিয়ে এখন পর্যন্ত ১৫১টি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে বাংলাদেশ। ১৯৯৯ সাল থেকে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ২০০০ সাল থেকে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজ খেলে। ২০০৬ সাল থেকে খেলে দ্বিপক্ষীয় টি২০ সিরিজ। তিন ফরমেট মিলিয়ে ২০০৬ সাল থেকেই দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শুরু করে বাংলাদেশ। এর আগে টেস্ট, ওয়ানডে দুই সিরিজেই প্রতিপক্ষকে হারানোর ইতিহাস আছে বাংলাদেশের। কিন্তু কোন পূর্ণাঙ্গ সিরিজের তিন ফরমেটেই জেতার ইতিহাস নেই। আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হচ্ছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় প্রথম টি২০ দিয়ে সিরিজে খেলতে নামবে দুই দল। এ সিরিজেও যদি বাংলাদেশ জিতে তাহলে প্রথমবারের মতো কোন প্রতিপক্ষকে পূর্ণাঙ্গ সিরিজের তিন ফরমেটেই হারানোর ইতিহাস গড়বে বাংলাদেশ। এবার এই ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ? বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস জেতার ব্যাপারে আশাবাদী। তবে এত সহজ যে হবে না তা নিজেও জানেন। তাইতো বলেছেন, ‘অবশ্যই সম্ভব (তিন সিরিজেই হারানো)। আমরা নিজেদের সেরা চেষ্টাই করবো। ওদের তিনটা সিরিজেই হারাতে আমাদের খুব ভালো লাগবে। টি২০ ওয়েস্ট ইন্ডিজের সেরা ফরমেট। ওরা এই সংস্করণে বিশ্বচ্যাম্পিয়ন। ওদের হারানো খুব কঠিন হবে। ওদের আমরা ক্যারিবিয়ানে হারিয়েছিলাম, সেটা ছিল আমাদের জন্য বিশেষ এক জয়। এটা কিছুটা অপ্রত্যাশিত ছিল। তবে ছেলেরা ফ্লোরিডায় খুব ভাল করে সিরিজ জিতেছিল। সঙ্গে যোগ করেন, টি২০ সিরিজের জন্য ওদের দলে নতুন কয়েকজন এসেছে। আমার মনে হয় এই দলটি খুব কঠিন একটি প্রতিপক্ষ হবে। এটা এমন একটা সংস্করণ যা ওরা খুব ভাল করে জানে। জিততে আমরা নিজেদের সেরাটা দেব। ছেলেরা সবসময় তাই করে। দারুণ সব পারফর্মেন্সে ওরা আমাকে বিস্মিত করে চলেছে। এখন আমরা কিছুটা ধারাবাহিকতা পেয়েছি। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভাল খবর। টেস্ট সিরিজ সহজেই জেতা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ৬৪ রানে জেতার পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৮৪ রানে জিতেছে। প্রথমবারের মতো কোন দলকে ইনিংসে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জেতার পর দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে হারে। সিরিজ ১-১ সমতা হয়। তৃতীয় ও শেষ ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়। ডু অর ডাই ম্যাচে শেষ পর্যন্ত সহজেই জিতে বাংলাদেশ। ৮ উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। তাতে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নেয় বাংলাদেশ। এবার টি২০ সিরিজের পালা। আজ প্রথম টি২০ শেষ হওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় ও শনিবার তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে। এ সিরিজে জিততে পারলেই বাজিমাত করবে বাংলাদেশ। টেস্টে এক বা একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ ৫৬টি খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে ৬৯টি দ্বিপক্ষীয় সিরিজ খেলে। টি২০তে ২৬টি সিরিজ খেলে। টেস্টে ২০০৫ সাল থেকে সিরিজ জেতা শুরু করে এখন পর্যন্ত চারটি টেস্ট সিরিজ জিতে বাংলাদেশ। ২০০৫ সাল থেকে ওয়ানডে সিরিজ জেতা শুরু করে ২৪টি সিরিজ জিতে। আর ২০০৬ সাল থেকেই টি২০ সিরিজ জেতা শুরু করে এখন পর্যন্ত ৫টি সিরিজ জিতে। কিন্তু কখনই তিন ফরমেটেরই খেলা হয়, এমন দ্বিপক্ষীয় সিরিজে তিন ফরমেটেই জিততে পারেনি বাংলাদেশ। ২০০৬ সাল থেকেই মূলত তিন ফরমেটের সিরিজে খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু একটি সিরিজেও সব ফরমেটে জিততে পারেনি বাংলাদেশ। এ পর্যন্ত তিন ফরমেটের সিরিজ ১৭টি পূর্ণাঙ্গ সিরিজ খেলে বাংলাদেশ। একটিও জিততে পারেনি। তবে জেতার সুবর্ণ সুযোগ একাধিকবার হাতছাড়া করে। প্রথমবার ২০০৮ সালে সব ফরমেটের সিরিজ খেলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিটি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এরপর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরমেটেরই পূর্ণাঙ্গ সিরিজ খেলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়ার হাতছানি ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে ও ওয়ানডেতে সিরিজে হারানোর পর টি২০ সিরিজে হেরে যায় বাংলাদেশ। তিন ফরমেটের সিরিজেই জেতার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়। পরের বছর নিউজিল্যান্ডের সঙ্গে তিন ফরমেটের সিরিজে খেলে প্রতিটিতেই হারে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয় আবার উল্টো। এবার টি২০ সিরিজ জিতলেও টেস্ট, ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ। একই বছর পাকিস্তানের কাছে সব ফরমেটের সিরিজে হারে। আবার ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, টি২০ সিরিজ হারে বাংলাদেশ। জিতে ওয়ানডে সিরিজ। পরের বছর শ্রীলঙ্কার সঙ্গে সব ফরমেটের সিরিজে হার হয় বাংলাদেশের। একই বছর জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট ও টি২০ সিরিজে ড্র করে। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র হয়, ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। কিন্তু টি২০ সিরিজ হেরে যায়। ২০১৪ সালে শ্রীলঙ্কাই সব ফরমেটে বাজিমাত করে। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ আবারও জয়ের আনন্দে ভাসে। ২০১৫ সালে পাকিস্তানকে ওয়ানডে ও টি২০ সিরিজে হারানো গেলেও টেস্ট সিরিজে হার হয়ে যায়। একই বছর দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। কিন্তু টি২০ সিরিজে হার হয়। টেস্ট সিরিজ হয় ড্র। ২০১৬-১৭ সালে নিউজিল্যান্ডের সঙ্গে সব ফরমেটেই হার হয়। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সব ফরমেটের পূর্ণাঙ্গ সিরিজে ড্র হয়। একই বছর আবার দক্ষিণ আফ্রিকার কাছে সব ফরমেটেই হার হয়। এ বছর জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ জেতা গেলেও টেস্ট সিরিজে হার হয়। সেই দলের বিপক্ষেই এবার টেস্ট, ওয়ানডে সিরিজ জেতা হয়ে গেছে। এবার আজ শুরু হতে যাওয়া টি২০ সিরিজে জেতা গেলেই হলো। তাহলেই প্রথমবারের মতো তিন ফরমেটের পূর্ণাঙ্গ সিরিজে কোন দলকে সব ফরমেটের সিরিজে হারানোর ইতিহাস গড়বে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েছেন। ম্যাচের আগেরদিন অনুশীলনের সময় পায়ে বল লেগেছে। ব্যথা আছে। তা দূর হলে আজ খেলবেন সাকিব। সব ভাবনা দূর করে শেষ পর্যন্ত বাংলাদেশ পারবে ইতিহাস গড়তে?
×