ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘরের সৌন্দর্যে ইনডোর প্লান্ট

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৮

 ঘরের সৌন্দর্যে ইনডোর প্লান্ট

প্রতিটা মানুষই চায় তাদের ঘরটি সুন্দর ও গোছানো থাকুক। আর তাই ঘরের সাজে আমরা কত কিছুই না ব্যবহার করি। বিভিন ধরনের শো পিস, ছোট-বড় মূর্তি, ছবির ফ্রেম ইত্যাদি ব্যবহার হয়ে আসছে অনেক কাল ধরে। আবার অনেকেই ঘরের সাজে ভিন্নতা আনতে বিভিন্ন গাছ রাখেন তাদের ঘরে। এটি যেমন ঘরের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে দেয় তেমনি ইট-পাথরের শহরে ঘরে বিরাজ করে একটা প্রাকৃতিক পরিবেশ। চলুন দেখে নেই ঘরের সৌন্দর্য বাড়াতে আপনি কি ধরনের গাছ বাসায় রাখতে পারেন ও কিভাবে রাখবেন। শহরের বাড়িগুলোতে অনেকেই বারান্দায় বা ছাদে-টবে গাছ লাগান। তবে ঘরের ভেতর আপনি বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট রাখতে পারেন। এতে আপনার মনে আসবে এক ধরনের অপূর্ব প্রশান্তি। ক্যাকটাস ইনডোর প্লান্টের মধ্যে প্রথমেই আসে ক্যাকটাসের কথা। ন্যাচারাল লাইটে এটি ভাল থাকে। এই প্লান্টটি খুব একটা যত্ন করতে হয় না ও সহজেই ঘরের কোণে রাখা যায়। ক্যাকটাসের তেমন একটা পানি দেয়ারও প্রয়োজন পড়ে না- গ্রীষ্মে ১ সপ্তাহ পর পর এবং শীতে ৩ সপ্তাহ পর পর। তাই আপনি চাইলে বিভিন্ন ধরনের ক্যাকটাস দিয়ে খুব সহজেই আপনার ঘরটিকে সাজাতে পারেন। ডেভিলস আইভি এটি একটি ন্যাচারাল এয়ার পিউরিফায়ার প্লান্ট। এর তেমন যতœ করতে হয় না। কিছুটা অযত্নে বেড়ে ওঠাই এর বৈশিষ্ট্য। সামান্য পানি দিলেই হয় মাঝে মাঝে, প্রতিদিন নয়। একে ওপর থেকে ঝুলিয়ে দেয়া যায়। লতার মতো জড়িয়ে বাড়ে। খুব সুন্দর একটি অরনামেন্টাল প্লান্ট এই ডেভিলস আইভি। স্পাইডার প্লান্ট এই প্লান্টটি ঘরোয়া আলোয় ভালো থাকে। এই গাছটি স্পাইডার প্লান্ট হিসেবে পরিচিত এর চিকন পাতার জন্য এবং এটি গুচ্ছভাবে চারদিকে ছড়িয়ে থাকে তাই একে স্পাইডার প্লান্ট বলা হয়। এই গাছটি আপনি জানালার পাশে বা বারান্দায় রাখতে পারেন। এই গাছটি প্রায় সব নার্সারিতেই সুলভ মুল্যে পাওয়া যায়। ৫০ ফাঃ একে কম তাপমাত্রায় রাখা যাবে না। স্নেক প্লান্ট এটি এক ধরনের পাতাবাহার। এই গাছটিকে স্নেক প্লান্ট বলা হয়। কারণ এর আকৃতি দেখতে অনেকটা সাপের চামড়ার মতো। অল্প আলোতে এমনকি অন্ধকারেও এই গাছ ভাল হয়। এটি ঘরের পরিবেশ দূষণ মুক্ত রাখে। পাতাগুলো কেটে দিলে এবং অনেক কম পানি দিলে (শীতকালে পানি দিতে হয় না) এরা বেড়ে ওঠে। মানি প্লান্ট মানি প্লান্ট এমন একটা উদ্ভিদ যা পানি ও মাটিতে দুই ভাবেই হয়। এটি আপনি ঘরে তো রাখতে পারবেনই, তার সাথে বাথরুম, কিচেন, বেসিন যেখানে খুশি রাখতে পারেন কারণ এটি খুব অন্ধকার যায়গাতেও ভাল হয়। তবে এটি লতানো উদ্ভিদ বলে মাঝে মাঝে এর ডাল ছেঁটে দিতে হবে ও পানিতে রাখলে পানিটা ১৫-২০ দিন পর পর পালটে দিতে হবে। পুদিনা আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত পুদিনাপাতার স্মেল শরীরের জন্য খুবই উপকারী। এটি স্মরণশক্তি বাড়াতে সাহায্য করে। এর সঙ্গে সঙ্গে ক্ষিদেও বাড়ায় ও ওজন কমাতে সাহায্য করে। আসলেই এর গুণের শেষ নেই। এই গাছটি আপনি বারান্দা বা জানালার পাশে রাখতে পারেন। বনসাই বনসাই একটি জাপানিজ আর্ট ফর্ম- বিশেষ পদ্ধতি অনুসরণ করে কন্টেনারে তৈরি ছোট গাছ। আজকাল ঘর সাজাতে বনসাইয়ের ব্যবহার খুব দেখা যাচ্ছে। এর যত্নআত্তি খুব একটা নিতে হয় না কারণ এর নিয়মিত পানির দরকার হয় না। যাপিত ডেস্ক
×