ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়নে ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:৪১, ১৭ ডিসেম্বর ২০১৮

 উন্নয়নে ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার দ্বিতীয় মেয়াদে প্রথম মেয়াদের তুলনায় তিনগুণ উন্নয়ন ব্যয় করেছে। ব্যবসায়ী নেতারা মনে করেন, জ্বালানি, অবকাঠামো খাতসহ বিভিন্ন মেগা প্রকল্প গ্রহণে সরকার দক্ষতার পরিচয় দিয়েছে। অর্থনীতিবিদদের মতে, ভবিষ্যতে উন্নয়নের এ ধারাবাহিকতা না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পরবে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলছেন, আবারও ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্যখাতে বিশেষ উন্নয়ন প্রকল্প নেয়ার পাশাপাশি আর্থিক খাত সংস্কারে পদক্ষেপ নেবে সরকার। প্রমত্তা পদ্মার বুকে নিজস্ব অর্থায়নে জোরেশোরে চলছে দেশের দীর্ঘতম সড়ক ও রেলসেতুর নির্মাণ কাজ। যা রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন কোটিরও বেশি মানুষের যোগাযোগকে করবে সাশ্রয়ী ও গতিশীল। শুরু হয়েছে ঢাকা মহানগরীর দীর্ঘদিনের যানজট নিরসনে মেট্রোরেলের কাজও। এ পথে এক ঘণ্টায় চলাচল করতে পারবে ৬০ হাজার যাত্রী। বিদ্যুতখাতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় রূপপুর পারমাণবিক প্রকল্প জাতীয় গ্রিডে যোগ করবে বছরে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুত, পায়রা গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল নির্মাণের মতো উদ্যোগ শিল্প সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন ডিসিসিআইর সভাপতি আবুল কাশেম খান।
×