ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এসেছে ২৮৮ ইভিএম

প্রকাশিত: ০৪:০৩, ১৭ ডিসেম্বর ২০১৮

 চট্টগ্রামে এসেছে ২৮৮ ইভিএম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এজন্য প্রয়োজন ৯২০টি ইভিএম। এর মধ্যে এসে পড়েছে ২৮৮ ইভিএম। শীঘ্রই আসনটির প্রতিটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে মক-ভোটিং। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান রবিবার জানান, ইভিএম আসতে শুরু করেছে। ইতোমধ্যেই ২৮৮টি মেশিন আমরা গ্রহণ করেছি। এ আসনে ভোট কেন্দ্রও ২৮৮টি। এগুলো দিয়ে প্রথমে প্রতিটি কেন্দ্রে মক-ভোটিং হবে, যাতে করে ভোটাররা ইভিএমে ভোট কিভাবে দিতে হয় সেই ধারণা লাভ করতে পারে। ১৭ ডিসেম্বর থেকে মক-ভোটিং শুরুর কথা থাকলেও এর তারিখ পুনর্নির্ধারণ করতে হবে।
×