ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনের এ্যাপ

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ ডিসেম্বর ২০১৮

সংসদ নির্বাচনের এ্যাপ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি এ্যাপ তৈরি করা হয়েছে। সংসদ নির্বাচন নামের এই এ্যাপে ১৯৭০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সব সংসদ নির্বাচনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এর নির্মাতারা বলেন, এই এ্যাপ্লিকেশনে নির্বাচন নিয়ে উৎসাহী প্রতিটি নাগরিক, নির্বাচিত ও সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক নেত্রীবৃন্দ, কর্মী, গবেষক, ইতিহাসবিদ এবং সাধারণ নাগরিকদের তার নির্বাচনী এলাকা, ভোট কেন্দ্র এবং এর প্রতিটি নির্বাচনভিত্তিক ঐতিহাসিক তথ্য সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাবে। এ্যাপটির নির্মাতা লোটাস টেকনোলজিসের প্রধান নুরুল ফেরদৌস জানান, এ্যাপটি গুগল প্লেতে অবমুক্ত করা হয়েছে এক মাস আগে। এরই মধ্যে ১৫ হাজারবারের বেশি এ্যাপটি ডাউনলোড করা হয়েছে। তিনি বলেন, ‘এই অল্প সময়ে এতবার ডাউনলোড হয়েছে যা আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। আমরা ভাল সাড়া পাচ্ছি।’-অর্থনৈতিক রিপোর্টার
×