ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেপালে ১০০ রুপীর ওপর ভারতীয় নোট নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ ডিসেম্বর ২০১৮

নেপালে ১০০ রুপীর ওপর ভারতীয় নোট নিষিদ্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ নেপালে বেড়াতে গেলে ভ্রমণকারীদের বড় অংশ ভারতীয় রুপী ব্যবহার করে ও সঙ্গে রাখে। কারণ নেপালীদের মধ্যে ব্যবসা, সঞ্চয় ও লেনদেনের ক্ষেত্রে এই রুপীর ব্যবহার ব্যাপক। ফলে নেপালে ভারতীয় মুদ্রা ব্যবহার হয় দেদার। কিন্তু ভারতীয় ১০০ রুপীর ওপরে সব অঙ্কের নোট নিষিদ্ধ করেছে নেপাল সরকার। নেপালের তথ্য ও যোগাযোগমন্ত্রী গোকবুল প্রসাদ বাসকোতা বলেছেন, ‘আমাদের দেশের নাগরিকদের ভারতীয় ব্যাংক নোট ১০০ রুপীর বেশি না রাখা ও ব্যবহার না করার আহ্বান জানাই। কারণ এটি অবৈধ।’ নেপালে ভারতীয় মুদ্রার গ্রহণযোগ্যতা থাকলেও ৫০০ রুপী ও ১০০০ রুপীর নোট ব্যবহার করা এখন থেকে কঠিন হবে। ভারতে কর্মরত নেপালীরা এখন থেকে ইলেক্ট্রিক্যালি বাড়িতে টাকা পাঠাবেন। আর নগদ পাঠালে অঙ্কটা থাকতে হবে ১০০ রুপীর মধ্যে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মন্তব্য, ১০০ রুপীর বেশি ভারতীয় মুদ্রা নিষিদ্ধের কারণে নেপালে ভারতীয় পর্যটকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ তারা নেপালেও নিজ দেশের মুদ্রা খরচ করে থাকে। এ কারণে হিমালয়ের দেশটিতে পর্যটক সমাগমে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, ভারতের অনুরোধেই নাকি নেপাল সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে! ভারত সরকারের দাবি, সম্প্রতি ৫০০ ও ১০০০ রুপীর বিপুলসংখ্যক জাল নোট ধরা পড়েছে। ২০১৬ সালে পুরনো ৫০০ ও ১ হাজার রুপীর নোটের জায়গায় ২ হাজার, ৫০০ ও ২০০ রুপীর নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ে ভারত সরকার। ভারত হলো নেপালের বৃহত্তম বাণিজ্য অংশীদার।
×